IPL 2020

আমি ব্যাট করব কোথায়? মুম্বইয়ের দল দেখে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন রোহিতের

মুম্বই টিম দেখে রোহিতের মতোই বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম একাদশ বাছা কঠিন হবে। লিনকে নিশ্চয় বেঞ্চে বসিয়ে রাখার জন্য দলে নেওয়া হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৭
Share:

মুম্বই ইন্ডিয়ান্স দল দেখে রোহিতের রসিকতা। —ফাইল চিত্র।

ক্রিস লিন ঠিকানা বদলে গিয়েছেন মুম্বইয়ে। তার ফলে চিন্তিত মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা। সূর্যকুমার যাদব, কুইন্টন ডি’ কক, ইশান কিষাণ, কায়রন পোলার্ড, দুই পাণ্ড্য ভাইদের রেখে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

কলকাতায় অনুষ্ঠিত নিলামে লিন ও সৌরভ তিওয়ারিকে নিয়েছে মাহেলা জয়বর্ধনের দল। দলের ব্যাটিং গভীরতা লক্ষ্য করে রোহিত মজা করে ইনস্টাগ্রামে বলেছেন, ‘রোহিত শর্মা তা হলে কোথায় নামবে?’

মুম্বই টিম দেখে রোহিতের মতোই বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম একাদশ বাছা কঠিন হবে। লিনকে নিশ্চয় বেঞ্চে বসিয়ে রাখার জন্য দলে নেওয়া হয়নি। কুইন্টন ডি’কক ও ‘হিটম্যান’কেও বসাবে না মুম্বই। তাঁরা দু’জনেই ম্যাচ জেতানোর ক্ষমতা ধরেন। ফলে প্রথম একাদশ বাছাই নিয়ে মাহেলাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement

রোহিতকে যদি ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামিয়ে দেওয়া হয়, তা হলে ইশান কিষাণ বা সূর্যকুমার যাদবকে বসতে হবে। এই দুই ঘরোয়া ক্রিকেটার মুম্বইয়ের ভরসা। ফলে মুম্বইয়ের দল বাছাইয়ে যেমন সমস্যা বাড়বে, তেমনই দলের ভিতরে সুস্থ প্রতিযোগিতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তাই দল দেখে মুম্বই টিম ম্যানেজমেন্টের সঙ্গে রসিকতা করে ‘হিটম্যান’ বলছেন, ব্যাটিং অর্ডারে তিনি নামবেন কোথায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement