এই সেই মুহূর্ত। শরীর ছুড়ে বাউন্ডারি বাঁচাচ্ছেন চানতম। ছবি-টুইটার থেকে।
মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে বাউন্ডারি বাঁচিয়ে চর্চায় ট্রেলব্লেজার্সের ক্রিকেটার নাতাকান চানতম। সোশ্যাল মিডিয়ায় তাঁর বাউন্ডারি বাঁচানোর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। চানতমের ফিল্ডিং প্রশংসিত হয়েছে। তাইল্যান্ডের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলে আগেই ইতিহাস তৈরি করেছেন চানতম। ফাইনালে তাঁর দুরন্ত ফিল্ডিং মন জিতে নিয়েছে সবার।
সুপারনোভাসের বিরুদ্ধে ফাইনালে ব্যাট করতে নেমে কোনও রানই করতে পারেননি চানতম। ফিল্ডিং করার সময়ে দ্বিতীয় ওভারেই শরীর ছুড়ে বাউন্ডারি বাঁচান।
সুপারনোভাসের ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। সোফির ওভারের প্রথম ডেলিভারি জেমাইমা রডরিগজের ব্যাটের কাণায় লেগে থার্ডম্যান বাউন্ডারির দিকে যাচ্ছিল। শর্ট থার্ড ম্যান থেকে বলের পিছনে ধাওয়া করেন চানতম। বল বাউন্ডারি লাইন ছুঁতে চলেছে যখন, ঠিক সেই সময়ে মরিয়া ডাইভ দেন তিনি।
আরও পড়ুন: ৪ বারের চ্যাম্পিয়ন মুম্বই নাকি প্রথম বার ফাইনালে ওঠা দিল্লি, কার পাল্লা ভারী?
হাত দিয়ে বল ফ্লিক করে নিশ্চিত বাউন্ডারি বাঁচান তিনি। সেই ফিল্ডিংয়ের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসিত হচ্ছেন তাইল্যান্ডের মহিলা ক্রিকেটার চানতম। তাঁর দলও গতকাল প্রথম বার টি টোয়েন্টি চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন হল।