আউট হয়ে ফিরছেন ধোনি। ছবি: পিটিআই
প্রথম ছয় ব্যাটসম্যানের মাত্র এক জনের রান দুই অঙ্কের ঘরে। পাওয়ার প্লে-র প্রথম ৩ ওভারেই ৪ উইকেটের পতন। স্কোরবোর্ডে তখন রানের চেয়ে উইকেটের সংখ্যা বেশি। ৪ উইকেট পড়ে যাওয়ার পরেও রবীন্দ্র জাডেজা বা মহেন্দ্র সিংহ ধোনির মতো অভিজ্ঞরা উইকেটে থিতু হয়ে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেননি। পাওয়ার প্লে-র শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ২৪/৫। চেন্নাই ইনিংসের এই ৩৭ মিনিটের হারাকিরিই মেনে নিতে পারছেন না কোচ স্টিফেন ফ্লেমিং।
ছাত্রদের ব্যাটিং দেখে ‘অবাক’ হেডস্যার ফ্লেমিং বলছেন, “গোটা টুর্নামেন্টে আমরা কেমন খেলেছি তার প্রতিফলন ওই পাওয়ার প্লের ৬ ওভার। নিজেদের ব্যাটিং দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। খেলার ফলাফল মোটামুটি ভাবে ওখানেই নির্ধারিত হয়ে গিয়েছিল। আমরা দলে কয়েক জন তরুণকে সুযোগ দিয়েছিলাম। বোঝাই যাচ্ছে সেটা একেবারেই কাজে দেয়নি।”
ঋতুরাজকে ওপেনিংয়ে পাঠানো প্রসঙ্গে ফ্লেমিংয়ের ব্যাখ্যা, “এখানকার পিচ প্রতিনিয়ত পাল্টাচ্ছে। আমরা নিজেদের খেলা নিয়ে পজিটিভ থাকতে চেয়েছিলাম। তাই ফ্যাফের সঙ্গে ঋতুরাজকে পাঠানোর সিদ্ধান্ত। তবে এটাও ঠিক যে আমাদের স্পিনাররা একেবারেই ভাল বল করতে পারেনি। আসলে কাল আমরা যা করতে চেয়েছি সবই বিপরীত ফল দিয়েছে।”