ব্যাট হাতে দুরন্ত ধওয়ন। ছবি-সোশ্যাল মিডিয়া।
আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পর পর দুটি ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন দিল্লির ওপেনার শিখর ধওয়ন। টুর্নামেন্টের অন্যান্য তারকা ব্যাটসম্যানদের ছাপিয়ে শিখরে পৌঁছলেন তিনি। আইপিএলে দুটো সেঞ্চুরি আগে করেছেন বিরাট কোহালি, হাশিম আমলা, ক্রিস গেল ও শেন ওয়াটসনরা। কিন্তু তাঁরা কেউই ধওয়নের মতো পর পর দুটো ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে পারেননি। সে দিক থেকে দেখলে এ তো সত্যিই শিখরে পৌঁছনোর মতোই কৃতিত্ব।
টুর্নামেন্টের ইতিহাসে ধওয়নই বোধহয় একমাত্র ব্যাটসম্যান যিনি যোগ্যতা অনুযায়ী সেভাবে দাম পাননি। এ বারের টুর্নামেন্টে ব্যাট হাতে জবাব দিচ্ছেন তিনি।চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচেই অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন। ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, দুবাইয়ে সেখান থেকেই মঙ্গলবার শুরু করলেন। সতীর্থরা যখন আউট হচ্ছেন, ধওয়ন একা ক্রিজ কামড়ে পড়ে থাকলেন। ৬১ বলে ১০৬ রানের ইনিংস খেললেন তিনি।
আরও পড়ুন: ধওয়নের নজির গড়ার দিনে দিল্লিকে হারিয়ে পাঁচে পঞ্জাব
একই দিনে আইপিএলে ৫ হাজার রানও পূর্ণ করলেন দিল্লির বর্ষীয়ান ক্রিকেটার। অথচ এমন ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছনোর দিনে ধওয়নকে ব্যর্থ নায়ক হিসেবেই মাঠ ছাড়তে হল।