UAE

কলকাতার গর্জন চান শাহরুখ

সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেছেন বলিউডের বাদশা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০৪:৪০
Share:

শাহরুখ খান। ছবি: পিটিআই।

স‌ংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল হওয়ায় এ বার ইডেন পাচ্ছে না একটিও ম্যাচ। নিজের প্রিয় তারকাদের সামনে থেকে দেখতে পাবেন না সমর্থকেরা। তাই তারকাদের সঙ্গে ভক্তদের ভার্চুয়াল আলাপচারিতার উদ্যোগ নিল কেকেআর। উদ্যোগের নাম ‘তু ফ্যান নেহি, তুফান হ্যাঁয়।’’ বুধবার থেকে শুরু হওয়া এই নতুন প্রকল্পকে স্বাগত জানিয়েছেন নাইটদের অন্যতম মালিক শাহরুখ খান। সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেছেন বলিউডের বাদশা।

Advertisement

শাহরুখের টুইট, ‘‘আসুন, এই মরসুমে নাইটদের পাশে দাঁড়াই। ওদের একসঙ্গে সমর্থন করি। ‘তু ফ্যান নেহি, তুফান হ্যাঁয়।’’ শাহুরুখের এই মন্তব্য রিটুইট করে কেকেআর-এর পক্ষ থেকে লেখা হয়, ‘‘এ বছর নাইটদের কাছে একটাই মন্ত্র। জিতব, শুধু আপনাদের জন্য।’’

একই দিনে নাইট সিইও বেঙ্কি মাইসোর জানিয়ে দিলেন প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে প্যাট কামিন্স, অইন মর্গ্যান, টম ব্যান্টনদের। তাঁর কথায়, ‘’১৭ সেপ্টেম্বর ওরা চলে আসছে আমিরশাহি। ছ’দিন নিভৃতবাসে থাকার পরে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে কামিন্সদের।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement