কারেনের ইনিংস সিএসকে-র কাজ সহজ করে দেয়। -সোশ্যাল মিডিয়া।
চেন্নাই সুপার কিংস অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনির সিদ্ধান্তে বিস্মিত স্যাম কারেন। ছয় নম্বরে নেমে কারেনের ছ’বলে ১৮ রানের ইনিংসের ফলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাইয়ের রান তাড়ার কাজটা সহজ হয়ে যায়।
ম্যাচ জিততে চেন্নাইয়ের তখন ৩ ওভারে দরকার ছিল ২৯ রান। ডাগ আউটে রয়েছেন ফিনিশার ধোনি, কেদার যাদবের মতো ব্যাটসম্যান। এরকম পরিস্থিতিতে আউট হন রবীন্দ্র জাদেজা।
ম্যাচের সেই মুহূর্তে সিএসকে সমর্থকরা আশা করেছিলেন ধোনিকে। কারণ ম্যাচ শেষ করায় তাঁর সুনাম রয়েছে। কিন্তু ধোনি নিজে না নেমে ছ’নম্বরে ব্যাট করতে পাঠান কারেনকে। এবং তিনি ঝড় তোলেন ব্যাট হাতে। কারেনের সেই ইনিংসের ফলে চেন্নাইয়ের জয়ের রাস্তা মসৃণ হয়ে ওঠে। কারেন যখন আউট হন তখন জেতার জন্য সিএসকে-র দরকার ছিল ১০ বলে ১০ রান। খেলার শেষে কারেন বলেন, ‘‘জাদেজা আউট হওয়ার পরে ধোনির আগে যখন ব্যাট করতে পাঠানো হল, তখন আমি বিস্মিত হয়েছিলাম। অবশ্য এটা আমাদের পরিকল্পনা ছিল আর তা কাজেও দিয়েছে।’’
আরও পড়ুন: রায়ুডু, চাওলাকে ‘লো প্রোফাইল’ তকমা দিয়ে তোপের মুখে মঞ্জরেকর
কিন্তু কারেনকে আগে পাঠিয়েছিলেন কেন? এর উত্তরে সিএসকে নেতা ধোনি বলেন, ‘‘এক সময়ে আমার মনে হয়েছিল জাদেজা ও স্যামের মতো কাউকে উপরে পাঠানো দরকার। ওরা যাতে নিজেদের মেলে ধরতে পারে। ওই সময়ে ওদের দু'জন স্পিনারের ওভার বাকি ছিল। আমরা ওদের বোলারদের মনে ভয় ধরিয়ে দিতে চেয়েছিলাম। এটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল। আমাদের ব্যাটিং অর্ডারের গভীরতা রয়েছে। ম্যাচের ওই সময়ে একটা-দুটো ছক্কা মারতে পারলে পরের দিকের ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যায়।’’