ভুবির জায়গায় এলেন পৃথ্বীরাজ।-ফাইল চিত্র।
ভুবনেশ্বর কুমারের পরিবর্তে অন্ধ্রপ্রদেশের বাঁ হাতি পেসার পৃথ্বীরাজ ইয়ারাকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোট পেয়েছিলেন ভুবি।
তিনি না থাকায় হায়দরাবাদের বোলিং বিভাগ হয়ে গিয়েছিল দুর্বল। ২২ বছরের পৃথ্বীরাজ জাতীয় দলের তারকার জায়গা নিতে পারবেন না ঠিকই। কিন্তু এই মুহূর্তে ভুবির মতো দেশীয় বোলারও নেই। সেই কারণে হায়দরাবাদ শিবির তরুণ বোলারকেই দলে নিয়েছে।
২০১৯ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন পৃথ্বীরাজ। ২টি ম্যাচ খেলে একটি উইকেট নিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন পৃথ্বী। ১১টি প্রথম শ্রেণির ম্যাচ তিনি খেলেছেন অন্ধ্রপ্রদেশের হয়ে। তা থেকে ৩৯টি উইকেট সংগ্রহ করেন।
আরও পড়ুন: পন্টিংয়ের পরামর্শেই কি ফিঞ্চকে ‘মাঁকড় আউট’ করলেন না অশ্বিন?
পয়েন্ট তালিকায় হায়দরাবাদ এখন সাত নম্বরে রয়েছে। ৫টি ম্যাচের মধ্যে তিনটিতেই তারা হেরে গিয়েছে। ২টি ম্যাচ জিতেছে ডেভিড ওয়ার্নারের দল।