IPL 2020

সাফল্যের স্ট্র্যাটেজি ফাঁস ধোনির, জয়ের কথা আগেই জানতেন ওয়াটসন

এই বিশাল জয় যে সমালোচকদের মুখ বন্ধ করতে যথেষ্ট তা ম্যাচ শেষে অধিনায়কের স্বস্তির হাসিই বলে দিচ্ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ১৩:২২
Share:

দল জয়ের রাস্তায় ফেরায় খুশি ধোনি। ছবি: সোশ্যাল মিডিয়া

সাত বছর পর দশ উইকেটে জয় চেন্নাই সুপার কিংসের। সেবারের মতো এবারেও সেই জয় এল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধেই। টানা তিন ম্যাচ হেরে সমালোচকদের বাণে বিদ্ধ হচ্ছিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই বিশাল জয় যে সমালোচকদের মুখ বন্ধ করতে যথেষ্ট তা ম্যাচ শেষে অধিনায়কের স্বস্তির হাসিই বলে দিচ্ছিল।

সুরেশ রায়নাদের দলে না থাকা, ধোনির ব্যাটিং অর্ডার, দল গঠন সব কিছু নিয়েই বার বার প্রশ্ন উঠছিল। ম্যাচ শেষে ধোনি বলেন, “ছোট ছোট বিষয়ে ভুল হয়ে যাচ্ছিল। আজকের ম্যাচে সেই ভুলগুলো আমরা করিনি। জয়ের জন্য যা খুব প্রয়োজনীয়।” অভিজ্ঞ শেন ওয়াটসন এবং ফ্যাফ দু’প্লেসির ওপেনিং পার্টনারশিপ বুঝিয়ে দিল টি২০ শুধু তরুণদের খেলা নয়। বরাবর ‘ড্যাডিস টিম’ বলে পরিচিত চেন্নাই পাল্লা দিল পঞ্জাবের তরুণতুর্কিদের সঙ্গেই। তিনবারের আইপিএল বিজয়ী অধিনায়ক বলেন, “আমরা দলের উপর বিশ্বাস রাখি। বার বার দল পরিবর্তন টিম ম্যানেজমেন্টের পছন্দ নয়। দল নির্বাচন নিয়ে কোচ অধিনায়কের মধ্যে মতান্তর অবশ্যই হয়, কিন্তু তা থাকে ড্রেসিংরুমের মধ্যেই। মাঠে যখন নামি তখন একটা প্ল্যান নিয়েই নামা হয়। দ্বিতীয় আইপিএল সংস্করণ থেকে ফ্লেমিং আমাদের কোচ, এটা পারস্পরিক বোঝাপড়ায় খুব কাজ দেয়।”

ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে রবিবারের ম্যাচের সেরা শেন ওয়াটসনের একটা টুইট। শনিবার তিনি টুইট করে লেখেন, “চেন্নাইয়ের জন্যে পারফেক্ট গেম আসতে চলেছে।” ম্যাচের আগের দিনেই তাঁর এই ভবিষ্যদ্বাণী নিয়ে মেতেছে নেটাগরিকরা। ওয়াটসনের শনিবারের টুইট নিয়ে কেউ কেউ মজা করলেও রবিবার অজি ব্যাটসম্যানের কথা মিলে যায়। তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন সকলে।

Advertisement

আরও পড়ুন: কাঠগড়ায় অধিনায়ক, কার্তিককে পরে নামার পরামর্শ দিলেন গম্ভীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement