ফাইল চিত্র।
দল আবার জয়ের রাস্তায় ফিরেছে। মহেন্দ্র সিংহ ধোনির উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর দল প্রায় নিখুঁত ক্রিকেট খেলেছে। যদিও মঙ্গলবার বিতর্কেও জড়ালেন সিএসকে অধিনায়ক। ধোনির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি টেস্ট খেলা আম্পায়ার ফিল রেইফেলকে প্রভাবিত করে শার্দূল ঠাকুরের বলে ওয়াইডের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য করেছেন!
আম্পায়ার দু’হাত প্রসারিত করে ওয়াইড ডাকতে যাওয়ার মুহূর্তে ধোনি উষ্মাপ্রকাশ করতে থাকেন। তাতে আম্পায়ার ওয়াইড দিতে গিয়েও হাত গুটিয়ে নেন। যা দেখে প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ পর্যন্ত বলে ওঠেন, ‘‘এটা পরিষ্কার যে উনি (আম্পায়ার রিফেল) ওয়াইড দিতে যাচ্ছিলেন। কিন্তু ধোনিকে দেখেই সিদ্ধান্ত পাল্টে ফেলেন। আমার আম্পায়ারদের প্রতি সহানুভূতি আছেই। খুব কঠিন একটা কাজ ওদের করতে হয়। কিন্তু আজ বলব, রেইফেল ঠিক কাজ করেননি।’’ ডাগআউটে বসে থাকা হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারও রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন।
ম্যাচ শেষে অবশ্য এই বিতর্কিত ঘটনা নিয়ে কোনও কথাই বলতে শোনা যায়নি ধোনিকে। দলের জয়ে খুশির মেজাজে বলেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে কখনও খালি হাতে ফিরতে হয়, কখনও আবার উল্টোটাও সত্যি। আজ কিন্তু আমরা ব্যাটিংটাও ভাল করেছি।’’ ধোনি প্রশংসা করেন স্যাম কারেনের। মঙ্গলবার তাঁকে দিয়ে ইনিংস ওপেন করিয়ে চমকে দেয় সিএসকে। ‘‘স্যাম সম্পূর্ণ ক্রিকেটার। স্পিনটা ও দারুণ খেলে। নানা জায়গায় খেলতে পারে,’’ বলেন ধোনি।
আরও পড়ুন: ডেনমার্কে এগোলেন শ্রীকান্ত
আরও পড়ুন: দুঃসময়ে একটু হাসি ফোটাচ্ছে ক্রিকেট