IPL 2020

কুইন্টন ও সূর্যকুমারের দাপটে দিল্লিকে হারিয়ে শীর্ষে মুম্বই

দিল্লি ক্যাপিটালস করেছিল ১৬২ রান। রান তাড়া করতে নেমে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই।

Advertisement

সংবাদ সংস্থা

আবু ধাবি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১৯:২৬
Share:

দলের প্রয়োজনে ঝলসে উঠল সূর্যকুমারের ব্যাট। ছবি-সোশ্যাল মিডিয়া।

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবলে এক নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। আবু ধাবিতে প্রথমে ব্যাট করে দিল্লি করেছিল চার উইকেটে ১৬২ রান। রান তাড়া করতে নেমে মুম্বই ২ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয়। চার বারের চ্যাম্পিয়নদের জয়ের পিছনে অবদান রয়েছে কুইন্টন ডি' কক (৫৩), সূর্যকুমার যাদবের (৫৩)। দলের প্রয়োজনে ঝলসে ওঠে দু' জনের ব্যাট।

Advertisement

রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুটা ভাল হয়নি দিল্লির। দারুণ ছন্দে থাকা পৃথ্বী শ (৪) শুরুতেই আউট হন ট্রেন্ট বোল্টের বলে। ক্রুনাল পাণ্ড্যর সোজা ডেলিভারিতে এলবিডব্লিউ হন অজিঙ্ক রাহানে (১৫)।

শুরুতেই ২ উইকেট চলে যাওয়ায় চাপে পড়ে গিয়েছিল দিল্লি। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও শিখর ধওয়ন দলের ক্ষত মেরামত করার চেষ্টা করেন। দু' জনে ৮৫ রানের পার্টনারশিপ গড়েন। ক্রুনাল পাণ্ড্যর বলে আউট হন ক্রিজে জমে যাওয়া শ্রেয়াস আইয়ার (৪২)। ধওয়নের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ডাগ আউটে ফিরতে হয় মার্কাস স্টোইনিসকে (১৩)। শেষের দিকে অ্যালেক্স ক্যারি করেন ৯ বলে ১৪ রান। দিল্লি অবশ্য ১৬২ রানে পৌঁছয় শিখর ধওয়নের অপরাজিত ৬৯ রানের জন্যই। ধওয়নের ইনিংসে সাজানো ছিল ছটি চার ও একটি ছক্কা। আরও ১০-১৫ রান বেশি করতেই পারত দিল্লি। স্টোইনিস রান আউট না হলে দিল্লির রান আরও বেশিই হত।

Advertisement

দিল্লির জবাব দিতে নেমে মুম্বইও শুরুটা ভাল করতে পারেনি। রোহিতকে (৫) ফেরান অক্ষর পটেল। এর পরে কুইন্টন ডি' কক ও সূর্যকুমার যাদব মুম্বইয়ের ইনিংস গোছানোর কাজ করেন। দক্ষিণ আফ্রিকার তারকা কুইন্টন ডি' কক ৩৬ বলে ৫৩ রান করেন। অশ্বিনের বলে পৃথ্বী শয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। এ দিন দলের প্রয়োজনে ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত টিকে থেকে অবশ্য মুম্বইকে জেতাতে পারতেন সূর্য। কিন্তু রাবাদার বলে মারতে গিয়ে শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। হার্দিক পাণ্ড্য খাতা খুলতে পারেননি। এই সময়ে মনে হয়েছিল দিল্লি ম্যাচে ফিরে এসেছে। কিন্তু মুম্বইয়ে রয়েছেন কেইরন পোলার্ড, ক্রুনাল পাণ্ড্যর মতো পরিণত ক্রিকেটার। তাই ঈশান কিষাণ ১৫ বলে ২৮ রানে ফিরে গেলেও জিততে সমস্যা হয়নি। পোলার্ড (অপরাজিত ১১) ও ক্রুনাল পাণ্ড্য (অপরাজিত ১২) শেষ পর্যন্ত টিকে থেকে মুম্বইকে জেতান।

আরও পড়ুন: মিতালি, হরমনপ্রীত, স্মৃতিরাই নেতৃত্ব দেবেন মহিলা টি-২০ চ্যালেঞ্জে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement