টুর্নামেন্টের শেষ ম্যাচ হয়তো খেলে ফেললেন মার্শ। ছবি -সোশ্যাল মিডিয়া।
শুরুতেই কি শেষ? সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শকে এ বারের আইপিএলে হয়তো আর দেখা যাবে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলারের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় বলেই গোড়ালিতে চোট পান মার্শ। যন্ত্রণা নিয়ে চার বল করার পরেই তিনি বেরিয়ে যান।
পরে আবার ব্যাট করতে নামেন তিনি। দাঁড়াতেই তাঁর সমস্যা হচ্ছিল। প্রথম বলেই তিনি আউট হন। হায়দরাবাদের তরফ থেকে মঙ্গলবার সংবাদ সংস্থাকে জানানো হযেছে, মার্শের চোট গুরুতর। আইপিএলের বাকি ম্যাচগুলোয় তিনি খেলতে পারবেন কি না, সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
মার্শের পক্ষে টুর্নামেন্টের বাকি ম্যাচে নামা যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে ড্যান ক্রিশ্চিয়ানকে পরিবর্ত হিসেবে খেলাতে পারে হাযদরাবাদ। গতকাল ম্যাচের শেষে মার্শকে নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনী ম্যাচে রেকর্ড, খেলা দেখেছেন ২০ কোটি মানুষ
তিনি বলেছিলেন, “ব্যাট হাতে ক্রিজে গিয়ে দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে মিচেল। তবে ওর চোটের অবস্থা মোটেই ভাল ঠেকছে না। পায়ে ভর দিতে পারছে না ও। আশা করছি, ওর চোট খারাপ দিকে যাবে না যতই ব্যথা হোক না কেন। আর সেই প্রার্থনাই করছি।”
এ বার টিমের তরফেই জানানো হল মার্শকে নিয়ে অনিশ্চয়তার কথা।