IPL 2020

চোটের জন্য এ বারের আইপিএল শেষ আলি খানের

হ্যারি গার্নির জায়গায় আলি খানকে দলে নিয়েছিল কলকাতা।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ১৫:১১
Share:

টুর্নামেন্ট শেষ আলি খানের। —ফাইল চিত্র।

চোটের জন্য এ বারের আইপিএলে আর নামতেই পারবেন না কলকাতা নাইট রাইডার্সের পেসার আলি খান। এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে কলকাতা কিন্তু একটি ম্যাচেও দেখা যায়নি তাঁকে। মাঠে নামার আগেই চোট শেষ করে দিল তাঁর আইপিএল অভিযান।

Advertisement

কেকেআর পেসারের চোট সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যারি গার্নির জায়গায় আলি খানকে দলে নিয়েছিল কলকাতা। চোটের কবলে পড়ায় টুর্নামেন্টে আর খেলতে দেখা যাবে না তাঁকে। এ দিকে কেকেআর-এর তরফে ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, আলি খানের চোটে তাঁরা হতাশ। আলি খানের পাশে রয়েছে ফ্র্যাঞ্চাইজি। তাঁকে থেকে যেতে বলা হচ্ছে।

টুর্নামেন্ট শুরুর আগেই কাঁধে চোট পেয়েছিলেন হ্যারি গার্নি। তাঁর বিকল্প হিসেবে কেকেআর প্রাথমিক ভাবে মুস্তাফিজুর রহমানের কথা ভেবেছিল। কিন্তু জাতীয় দলের সফর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ছাড়েনি। নেওয়া হয় আলি খানকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনিই ছিলেন আমেরিকার প্রথম ক্রিকেটার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে নজর কেড়েছিলেন আলি। আট ম্যাচে নিয়েছিলেন আট উইকেট। ইকনমি রেট ছিল সাড়ে সাতের নীচে, ৭.৪৩।

Advertisement

আরও পড়ুন: নানা প্রশ্নে বিদ্ধ কার্তিকের বড় পরীক্ষার ধ্বনি

গত বছর থেকেই কেকেআরের নজর ছিল তাঁর দিকে। অনেক প্রতিশ্রুতি নিয়েই এ বার কেকেআরে এসেছিলেন আলি খান। কিন্তু চোটের জন্য একটা ম্যাচও তিনি পেলেন না। শুরুর আগেই টুর্নামেন্ট শেষ হয়ে গেল তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement