IPL 2020

‘বস মাঠে ফিরছে’, উত্তেজিত পঞ্জাব শিবির

এদিনের ম্যাচ আরও তাৎপর্যপূর্ণ কারণ গেল নামতে চলেছেন তাঁর পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৮:৩৫
Share:

মাঠে ফিরছেন গেল। ছবি: সোশ্যাল মিডিয়া

৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার শেষে কিংস ইলেভেন পঞ্জাব। এই অবস্থায় তারা যে ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেলকে মাঠে ফেরাতে চাইবে সেটাই স্বাভাবিক। ১৩ অক্টোবর টুইট করে সেই কথা জানিয়েও দিয়েছিল পঞ্জাব। আজ দেখা গেল কালো মাস্কে মুখ ঢেকে মাঠে ঢুকছেন ‘দ্য বস’।

Advertisement

টুইটে সাবধানবানী জানানো হয়েছে শারজার পাশ দিয়ে যাওয়া গাড়িদেরকেও। শারজার ছোট মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন গেল। পঞ্জাব চাইবে বৃহস্পতিবারের শারজায় উঠুক ‘গেল ঝড়’। এদিনের ম্যাচ আরও তাৎপর্যপূর্ণ কারণ গেল নামতে চলেছেন তাঁর পুরনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।

নিজেকে তৈরি করেছেন ক্রিস গেলও। তিনি বলছেন, “ভাল লাগছে আবার মাঠে ফিরতে পেরে। অনেকদিন মাঠের বাইরে। এত দিন পর ফিরতে পেরে মুখিয়ে আছি পারফর্ম করার জন্য।”


পুরনো সতীর্থ বিরাট কোহালি জানেন গেলের ব্যাট চলতে শুরু করলে তা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দর্শকরা মুখিয়ে থাকবে গেলকে কী ভাবে আটকানোর পরিকল্পনা করে বিরাট সেটা দেখার জন্য।

Advertisement

আরও পড়ুন: ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার কিশোর ভিমানি প্রয়াত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement