প্রতীকী ছবি
আইপিএল যত এগোচ্ছে, তত দেখা যাচ্ছে পিচ কিছুটা মন্থর হয়ে পড়ছে। স্পিনারদের ভূমিকা বড় হয়ে উঠছে। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে ভরসা রাখতে চান তাঁর পেসারদের উপরেই।
আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে জয়বর্ধনের কাছে জানতে চাওয়া হয়, মন্থর পিচের কথা মাথায় রেখে কি আপনি কৌশল বদলাতে চাইবেন? মুম্বই কোচের জবাব, ‘‘আমার মনে হয়, ফাস্ট বোলাররা এখনও অনেক বড় ভূমিকা নিতে পারে এই আইপিএলে। সেটা ইনিংসের শুরুতে হোক, কী মাঝের ওভারে কী শেষের দিকে।’’
মুম্বই ইন্ডিয়ান্সের পেস ত্রয়ী এ বারের আইপিএলে যথেষ্ট সফল। যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট এবং জেমস প্যাটিনসনের বোলিং আক্রমণ সমস্যায় ফেলছে বিপক্ষ ব্যাটসম্যানদের। জয়বর্ধনে পরিষ্কার বলে দিচ্ছেন, ‘‘পিচ যে রকমই হোক না কেন, বোলার যদি বিপক্ষ ব্যাটসম্যানদের ঝামেলায় ফেলতে পারে, তা হলে সমস্যা কোথায়? আমাদের দলে ভাল স্পিনারও আছে। সব মিলিয়ে দলের গঠন নিয়ে আমাদের কোনও সমস্যা নেই।’’
আইপিএল শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম অস্ত্র লাসিথ মালিঙ্গা নিজেকে সরিয়ে নেন। যার পরে প্রশ্ন উঠেছিল, মুম্বই কি মালিঙ্গার জায়গা ভরাট করতে পারবে? দেখা যাচ্ছে, শ্রীলঙ্কা পেসারের জায়গায় দলে আসা অস্ট্রেলিয়ার প্যাটিনসন যথেষ্ট ভাল বল করেছেন। জয়বর্ধনে জানাচ্ছেন, মুম্বই অধিনায়ক রোহিত শর্মার পরামর্শেই অস্ট্রেলীয় পেসারকে দলে নেওয়া হয়েছিল। ‘‘সত্যি কথা বলতে কী, মালিঙ্গার পরিবর্ত হিসেবে বেশ কয়েকটা নাম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তখন রোহিতই বলেছিল প্যাটোর কথা। প্রথম দিন থেকেই প্যাটো সেই আস্থার মর্যাদা দিয়েছে,’’ বলেছেন জয়বর্ধনে।