IPL 2020

নাইটদের বিরুদ্ধে নামার আগে অন্য রকম প্র্যাকটিসের ভিডিয়ো পোস্ট মুম্বইয়ের

রোহিত, সূর্যকুমার যাদবদের কলকাতার বিরুদ্ধে ব্যাটিং গড় ৫০-এর উপরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৬:৫১
Share:

আত্মবিশ্বাসী রোহিত। —ফাইল চিত্র

শুরু হয়ে গিয়েছে আইপিএলের দ্বিতীয় পর্ব। শুক্রবার ৮ নম্বর ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ভরসা রাখছেন তাঁর দলগত দক্ষতায়। টানা ৪ ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ফুটছেন নীল জার্সিধারীরা।

Advertisement

শুক্রবার ম্যাচের আগে তাঁদের টুইটার অ্যাকাউন্টে দেখা গেল ফুরফুরে মুম্বইদলকে। ক্রিকেট নয়, নিজেদের চাঙ্গা রাখতে তাঁরা নেমে পড়েছেন সুইমিং পুলে। দুই দলের একে অপরের বিরুদ্ধে পরিসংখ্যান দেখলেই পরিস্কার হয়ে যায় কেন এত নিশ্চিন্ত রোহিতরা। আইপিএলে ২৬ বার মুখোমুখি হয়ে ২০ বার জয়ের হাসি হেসেছে মুম্বই। শেষ ১১ ম্যাচে মাত্র এক বার তাঁদের হারতে হয়েছে কলকাতার কাছে। এ বারের আইপিএলেও কলকাতার বিরুদ্ধে জিতেই শুরু করেছিল মুম্বই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement