IPL 2020

ছক্কা মারলে টিভির সামনেই চেঁচাব, ঘরেই ক্রিকেটের আঁচ নেবেন শ্রাবন্তী

গত বছরেও মাঠে নাইট রাইডার্সের সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রাবন্তীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৮
Share:

শ্রাবন্তী। —ফাইল চিত্র।

জানেন তো, ১৯ সেপ্টেম্বর আইপিএল... কথা শেষই করতে দিলেন না অভিনেত্রী শ্রাবন্তী। তার আগে হইহই করে উঠলেন, ‘‘আমরা সপরিবারে ক্রিকেটপ্রেমী। ফলে, আইপিএল মানেই যেন ছোটখাট উৎসব। ২০ ওভারে টোটাল এনটারটেনমেন্ট, টানটান খেলা। একে কোনও মতেই ছাড়া নেই।’’

Advertisement

মাঠকে মিস করবেন তো? সমস্ত উত্তেজনা মুহূর্তে যেন বরফ জল, ‘‘অতিমারি সব প্ল্যান ভেস্তে দিল। মাঠে গিয়ে কত হইহই করি! এ বছর আর কলকাতাতেই খেলা নেই। কী আর করা যাবে। বিশ্ব বাঁচাতে নিয়ম মানতেই হবে।’’

গত বছরেও মাঠে নাইট রাইডার্সের সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। হাতে উঠে এসেছিল পমপম। খেলা শেষে পোজও দিয়েছেন শাহরুখ খানের সঙ্গে।

Advertisement

আরও পড়ুন: ‘মাঠটা মিস করব’, আফসোস অরিন্দমের

সে সব এবার হবে না। কিন্তু ‘‘হট ফেভারিট সেই কলকাতা নাইট রাইডার্সই’’, মন্তব্য তাঁর। প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। শ্রাবন্তীর কথায়, ‘‘ওঁর বিকল্প আর হল না। ফলে, আমার ধোনিপ্রীতিও কমল না। আইপিএল মানেই ধোনির শান্ত সংহার মূর্তি।’’

শুধু মুখে খেলা দেখা? নাকি চিপস, কোকে ডুব দেবেন? প্রশ্ন শুনেই হাসি, ‘‘খেলা চলবে মুখ চলবে না! তবে কোক আমি খাই না। বদলে ব্ল্যাক কফি রয়েছে। আর চিপসের বদলে পপকর্ন।’’

এবারেও কেকেআরের হয়ে গলা ফাটাবেন অভিনেত্রী। তবে এ বছর সবটাই টিভির সামনে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement