অপেক্ষা আর মাস দেড়েকের। তার পরেই শুরু হচ্ছে ক্রিকেট আর বিনোদনের সবচেয়ে বড় মিশেল— ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২৯ মার্চ ওয়াংখেড়ের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে রোহিতের মুম্বই এবং ধোনির চেন্নাই। এর দু’দিন পরেই নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমেই তাদের সামনে বিরাটদের রয়্যাল চ্যালেঞ্জার্স। তার পর কখন কোথায় খেলা নাইটদের? দেখে নিন আইপিএলে নাইটদের সূচি।
৩১ মার্চ, মঙ্গলবার বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। চিন্নাস্বামী স্টেডিয়ামে রাত আটটায় ম্যাচ।
নাইটদের দ্বিতীয় ম্যাচ শুক্রবার ৩ এপ্রিল। ইডেন গার্ডেন্সে এটাই এ বারের আইপিএলের প্রথম ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর। ম্যাচ রাত আটটায়।
সোমবার, ৬ এপ্রিল ইডেনেই মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ রাত আটটায়।
বৃহস্পতিবার, ৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ কলকাতার। রাত আটটায় শুরু ম্যাচ।
রবিবার ১২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হোম ম্যাচে নামবে কলকাতা। রোহিত শর্মার দলের বিরুদ্ধে ইডেনে রাত আটটায় শুরু ম্যাচ।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কলকাতা। হায়দরাবাদে খেলা শুরু রাত আটটাতেই।
রবিবার ১৯ এপ্রিল নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় অ্যাওয়ে ম্যাচ নাইটদের। বিপক্ষে অবশ্যই দিল্লি ক্যাপিটালস। খেলা শুরু বিকেল চারটেয়। এটাই এ বারের আইপিএলে কলকাতার প্রথম বিকেলে ম্যাচ।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল কলকাতায় প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে খেলবে কলকাতা। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রাত আটটায় শুরু সেই ম্যাচ।
কেকেআরের পরের ম্যাচও পঞ্জাবের বিরুদ্ধে। মোহালিতে রবিবার, ২৬ এপ্রিল বিকেল চারটেয় ফের মুখোমুখি শাহরুখ-প্রীতির দল।
মঙ্গলবার ২৮ এপ্রিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা। আরব সাগরের তীরে মুম্বইয়ে ম্যাচ শুরু রাত আটটায়।
শনিবার ২ মে কলকাতার পরের খেলা। এটা ইডেনে। রাত আটটায় কেকেআরের প্রতিপক্ষ স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস।
দিন কয়েকের বিরতির পর ৭ মে, বৃহস্পতিবার ফের মাঠে নামছে কলকাতা। চেন্নাইয়ে রাত আটটায় বিপক্ষ অবশ্যই চেন্নাই সুপার কিংস।
রবিবার ১০ মে, ঘরের মাঠে উল্টোদিকে আরসিবি। ইডেনে রাত আটটায় কোহালিদের বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা।
লিগে কলকাতার শেষ ম্যাচ শুক্রবার, ১৫ মে। এটাও ইডেনে। উল্টোদিকে কমলা ব্রিগেড। মানে সানরাইডার্স হায়দরাবাদ। খেলা শুরু রাত আটটায়।