IPL 2020

‘টানা তিন ম্যাচে শূন্য করেও নেতৃত্ব ছাড়িনি’, বলছেন গম্ভীর

কখনও কখনও দায়িত্ব নিলে ফলাফল আসতে পারে। এই উপলব্ধি গম্ভীরের হয়ে ছিল ২০১৪ সালে। সে বার তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে ছিল নাইটরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ১৮:১২
Share:

গৌতম গম্ভীর। -ফাইল চিত্র।

ব্যাটিংয়ে মন দেবেন বলে নেতৃত্ব ছেড়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু তার পরেও তাঁর ব্যাটে রান নেই। কার্তিকের এ হেন সিদ্ধান্ত মানতে পারছেন না কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। নিজের উদাহরণ টেনে কলকাতার প্রাক্তন অধিনায়ক বলছেন, ‘‘এটা যার যার মানসিকতার প্রশ্ন। ব্যাটিংয়ে মন দেওয়ার জন্য নেতৃত্ব ছাড়লেও এখন রান আসছে না ব্যাটে।’’

Advertisement

কখনও কখনও দায়িত্ব নিলে ফলাফল আসতে পারে। এই উপলব্ধি গম্ভীরের হয়ে ছিল ২০১৪ সালে। সে বার তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে ছিল নাইটরা। টুর্নামেন্টের শুরুর দিকে ফর্মে ছিলেন না তৎকালীন কেকেআর অধিনায়ক। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে গম্ভীর বলেন, ‘‘২০১৪ সালের টুর্নামেন্টের গোড়ার দিকে পর পর তিনটি ম্যাচে আমি শূন্য রান করেছিলাম। সেই সময়ে নেতৃত্ব আমাকে ফর্মে ফিরতে সাহায্য করেছিল।’’

এ বার প্লে অফে পৌঁছনোর জন্য লড়াই করছে কলকাতা। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা দিয়ে গম্ভীরের ব্যাখ্যা, ‘‘আমার যখন ব্যাটে রান নেই, ব্যাটিং ঠিকঠাক হচ্ছে না, তখন আমার নেতৃত্বে দল কীভাবে জিতবে, তা নিয়ে চিন্তাভাবনা করতাম। কিন্তু নেতৃত্বে না থাকলে নিজের ব্যাটিং নিয়েই বেশি চিন্তাভাবনা করে একজন।’’

Advertisement

আরও পড়ুন: মাস্ট উইন ম্যাচে সামনে ধোনির চেন্নাই, বদলাতে পারে নাইটদের প্রথম একাদশ?

কার্তিক নেতৃত্বের বোঝা সরিয়ে রেখেছেন। দায়িত্ব থেকে মুক্তি পেলেও তাঁর ব্যাট কথা বলছে না টুর্নামেন্টে। যদিও সিদ্ধান্তটা ব্যক্তিগত, তবুও গম্ভীর মনে করেন দায়িত্ব নিলে ব্যাটে খারাপ সময়ও হয়তো কাটিয়ে উঠতে পারতেন কার্তিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement