ঋতুরাজ গায়কোয়াড়। ছবি টুইটার থেকে নেওয়া।
চেন্নাই সুপার কিংস শিবিরে আবার আঘাত। এ বার করোনা আক্রান্ত হলেন ঋতুরাজ গায়গোয়াড়। তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
এর আগে পেসার দীপক চাহারের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছিল। চেন্নাইয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করোনা ধরা পড়ল ঋতুরাজ গায়কোয়াড়ের।
নিয়ম অনুসারে যাঁদের করোনা ধরা পড়ছে তাঁদের বায়ো-বাবলের বাইরে নিজেদের আইসোলশনে থাকতে হবে ১৪ দিন। আইপিএল কোয়রান্টিন প্রটোকল অনুসারে কোভিড পজিটিভ ব্যক্তিদের এই ১৪ দিনের মেয়াদের মধ্যে ১০, ১৩ ও ১৪তম দিনে করোনা পরীক্ষা করা হবে।
আরও পড়ুন: ফের ধাক্কা সিএসকে শিবিরে, আইপিএল থেকে সরে দাঁড়ালেন সুরেশ রায়না
আরও পড়ুন: দেশের হয়ে অলিম্পিক পদক জিততে চাই, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন সানিয়া মির্জা
শুক্রবার চেন্নাই শিবিরের অনেকের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। ক্রিকেটার-সাপোর্ট স্টাফ- অফিসিয়াল সহ এখন চেন্নাইয়ের ১৯জন করোনা আক্রান্ত। এই তালিকার মধ্যেই আছেন জাতীয় দলের পেসার দীপক চাহার, ঋতুরাজরা।
শনিবার সকালে চেন্নাই শিবির টুইট করে সুরেশ রায়নার দেশে ফেরার খবরও জানিয়েছে। বলা হয়েছে, আইপিএলে তিনি খেলবেন না। এই প্রথম বার রায়নাকে দেখা যাবে না আইপিএলে। তাঁর না-থাকা চেন্নাই শিবিরের কাছে বড় আঘাত। এ বার ঋতুরাজের করোনায় প্রশ্ন উঠল চেন্নাইয়ের সুরক্ষা বলয় নিয়েই।