দলগত পারফরম্যান্সের জোরেই এসেছে জয়। ছবি-সোশ্যাল মিডিয়া।
দুর্দান্ত দল মুম্বই ইন্ডিয়ান্স। বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজিই ওদের মতো খেলতে পারবে না। ৫বার আইপিএল খেতাব জেতার পরে রোহিত শর্মার দলের প্রশংসা এ ভাবেই করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা।
মঙ্গলবার আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। রোহিতদের খেলার ধরন দেখে মুগ্ধ লারা বলছেন, “মুম্বই ইন্ডিয়ান্স এক কথায় দুর্দান্ত দল। বিশ্বের সেরা না হলেও সেরার কাছাকাছি তো বটেই। মুম্বই ইন্ডিয়ান্স যে ভাবে খেলে থাকে, বিশ্বের অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির পক্ষে এ ভাবে খেলা সম্ভব নয়।”
এ বারের আইপিএলে প্রথম ম্যাচ হেরে গেলেও টুর্নামেন্ট যত গড়িয়েছে, ততই মুম্বই আলো ছড়িয়েছে। একজন ব্যর্থ হলে, আর একজন দলকে টেনে নিয়ে গিয়েছেন। মুম্বইয়ের এই সাফল্যের কারণ কী?
আরও পড়ুন: ‘রোহিতকে অধিনায়ক না করলে ভারতেরই ক্ষতি’
লারার মতে, “বেশ কয়েকজন প্লেয়ার অনেকদিন ধরে খেলে চলেছে মুম্বইয়ের হয়ে। এক সময়ে মনে হতেই পারে তাদের পরিবর্তন করার দরকার। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বিশেষত্বই হল, ওরা প্লেয়ার পরিবর্তনের দিকে যায়নি। বরং দলটাকে ধরে রেখেছিল।” লারার মতে, দল ধরে রাখার সুফলই পাচ্ছে মুম্বই।