IPL 2020

শীঘ্রই সূর্যের সময় আসবে, সৌরভের মন্তব্যে জল্পনা

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ থেকে সূর্য ৪১০ রান করেছেন। প্রয়োজনের সময়ে তিনি দলকে জিতিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ১৬:১০
Share:

সূর্যকুমার যাদব ও সৌরভ গঙ্গোপাধ্যায়। -ফাইল চিত্র।

আইপিএলে তিনি রয়েছেন দুর্দান্ত ফর্মে। তারকা খচিত মুম্বই ইন্ডিয়ান্সকে একাই বেশ কয়েকটা ম্যাচ জিতিয়েছেন।এ হেন সূর্যকুমার যাদবকে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলের কোনও ফর্ম্যাটেই রাখেননি নির্বাচকরা। দলে সূর্যর না থাকা নিয়ে মুখ খোলেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। সরব হয় সোশ্যাল মিডিয়াও। সেই বিতর্কের মধ্যে এ বার সূর্যকে নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ থেকে সূর্য ৪১০ রান করেছেন। প্রয়োজনের সময়ে তিনি দলকে জিতিয়েছেন। ধারাবাহিকতা দেখিয়েছেন ঘরোয়া ক্রিকেটেও। তবুও জাতীয় দলে সুযোগ মেলেনি। অস্ট্রেলিয়া সফরে তাঁর কথা ভাবেননি নির্বাচকরা। তা নিয়ে সূর্য নিজেও বিরক্ত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৭৯ রানের ইনিংস খেলার পরে হাত নেড়ে যেন নির্বাচকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন তিনি।

এর পর ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী তাঁকে ধৈর্য ধরার পরামর্শ দেন। সূর্যকে নিয়ে এ বার মুখ খুললেন সৌরভও। মুম্বইয়ের ব্যাটসম্যান প্রসঙ্গে সৌরভ বলেন, “সূর্যকুমার যাদব খুবই ভাল ক্রিকেটার। খুব শীঘ্রই ওর সময় আসছে।”

Advertisement

ক্রিকেট মহলের মতে, বোর্ড প্রেসিডেন্টের এ হেন মন্তব্যের গুরুত্ব রয়েছে। সৌরভের এমন মন্তব্যের পরে অনেকেই মনে করছেন, দ্রুতই হয়তো জাতীয় দলে দেখা যাবে সূর্যকুমারকে। তিনি ছাড়াও রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, কলকাতা নাইট রাইডার্সের রাহুল ত্রিপাঠী, বরুণ চক্রবর্তী, শুভমন গিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদত্ত পাড়িকলের খেলাও ভাল লেগেছে সৌরভের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement