IPL 2020 Auction

হাতে সবচেয়ে বেশি টাকা, নিলামে চমক দিতে পারবে প্রীতির পঞ্জাব?

আইপিএলে কখনও চ্য়াম্পিয়ন হতে পারেনি প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। একবার ফাইনালে উঠেও হারতে হয়েছিল কলকাতার কাছে। এ বার কোচ করা হয়েছে অনিল কুম্বলেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:৪১
Share:

রাহুলের ব্যাটে এ বারও ধারাবাহিকতা চাইছে পঞ্জাব। —ফাইল চিত্র।

আইপিএলে কখনও চ্য়াম্পিয়ন হতে পারেনি প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। একবার ফাইনালে উঠেও হারতে হয়েছিল কলকাতার কাছে। এ বার কোচ করা হয়েছে অনিল কুম্বলেকে। ছেড়ে দেওয়া হয়েছে গতবারের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকেও। এ বার নিলামে তাদের হাতেই সবচেয়ে বেশি টাকা। ফলে, নিলামে পছন্দের ক্রিকেটার পেতেই পারে তারা।

Advertisement

স্কোয়াড: অর্শদীপ সিংহ, ক্রিস গেল, দর্শন নালকান্ডে, কে গৌতম, হার্ডাস ভিলোজেন, হরপ্রীত ব্রার, জগদীশ সুচিথ, করুণ নায়ার, লোকেশ রাহুল, মনদীপ সিংহ, ময়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামি, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, নিকোলাস পুরান, সরফরাজ খান।

স্লট ফাঁকা রয়েছে: নয় (পাঁচজন দেশি, চারজন বিদেশি)

Advertisement

টাকা খরচ হয়েছে: ৪২.৩০ কোটি টাকা

হাতে টাকা রয়েছে: ৪২.৭০ কোটি টাকা

নিলামে নজর কোন দিকে: বিদেশি ওপেনার (গেলের বিকল্প), বিদেশি অলরাউন্ডার, বিদেশি ও স্বদেশি জোরেবোলার (বাঁ-হাতি সিমার), ঘরোয়া লেগস্পিনার। সবচেয়ে বেশি টাকা রয়েছে এই ফ্যাঞ্চাইজিরই। তাই অভিজ্ঞ অ্যারন ফিঞ্চ বা ইওন মর্গ্যানকে নিতেই পারে তারা। এবং দু’জনেই নেতৃত্বের দাবিদার। প্রধান কোচ অনিল কুম্বলে হওয়ায় শক্তিশালী বোলিং আক্রমণে জোর দেওয়া হতে পারে নিলামে।

কারা কারা সম্ভাব্য টার্গেট: বিদেশিদের মধ্যে ক্রিস লিন, জেসন রয়, অ্যারন ফিঞ্চ, ইওন মর্গ্যান, ক্রিস মরিস, জিমি নিশাম, ফাবিয়েন অ্যালেন, প্যাট কামিংস, শেলডন কটরেল। স্বদেশিদের মধ্যে রোহন কদম, রাহুল ত্রিপাঠি, ঈশান পোড়েল, আকাশ সিংহ, জয়দেব উনাদকাট, রবি বিষ্ণোই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement