আইপিএল থেকে ছিটকে গেলেন অমিত মিশ্র।
এই মুহূর্তে আইপিএলে দু' নম্বরে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দল ছন্দে রয়েছে। এর মধ্যেই খারাপ খবর দিল্লি শিবিরে। আঙুলের চোটে এ বারের টুর্নামেন্ট শেষ হয়ে গেল বর্ষীয়ান স্পিনার অমিত মিশ্রর।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। টুর্নামেন্টের ইতিহাসে সব চেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। তাঁর সংগ্রহ ১৭০টি উইকেট। ১৬০টি উইকেট নিয়ে অমিত ঠিক তাঁর পিছনেই। আইপিএলে পাঁচ উইকেট নিয়েছেন এক বার। চার উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তিন বার। তাঁর জায়গা কাড়তে পারেননি অনেক তরুণই।
এই ৩৭ বছর বয়সেও তাঁর লেগ স্পিন ঝামেলায় ফেলে দিচ্ছিল বিপক্ষের ব্যাটসম্যানদের। এ বারের টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলেন অমিত। আর তিনটি ম্যাচ থেকে তিনটি উইকেট নেন এই লেগ স্পিনার।
আরও পড়ুন: ‘এক নম্বরে কেন নামছে না?’ ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে এ বার এমন প্রশ্ন আশা করছেন ফ্লেমিং
৩ অক্টোবর দিল্লির ম্যাচ ছিল নাইট রাইডার্সের সঙ্গে। সেই ম্যাচেই নীতীশ রাণার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান অমিত। চোট নিয়েই ২ ওভার বল করেন। পুরো চার ওভার করতে পারেননি। ওই দু' ওভারে বিপজ্জনক শুভমান গিলকে আউট করেছিলেন অমিত।
স্ক্যান রিপোর্টে দিল্লির লেগ স্পিনারের চোট গুরুতর বলে ধরা পড়েছে। অমিত ছিটকে যাওয়ায় অক্ষর পটেলের দলে ঢোকার সুযোগ বাড়ল। অমিতের অভিজ্ঞতার অভাব অনুভব করবেন ক্যাপ্টেন শ্রেয়াস।