IPL 2020

ম্যাচ শুরুর আগে অনুশীলনের ফাঁকে নাচলেন কোহালি, ভাইরাল ভিডিয়ো

নাচের সময়ে তাঁর মুখের অভিব্যক্তিতেও পরিষ্কার, ফুরফুরে মেজাজে আছেন কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ২১:৫৭
Share:

ওয়ার্ম আপের সময়ে কোহালি। ছবি- ভিডিয়ো থেকে।

দারুণ মেজাজে বিরাট কোহালি। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে বল গড়ানোর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ককে নাচতে দেখা গেল। আর সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মুহূর্তেই।

Advertisement

খেলা শুরু হওয়ার আগে ওয়ার্ম আপ করার সময়ে সবুজ ঘাসের মাঠে কখনও বসে, কখনও শুয়ে তাঁর নাচের ভঙ্গি দেখে ধারাভাষ্যকাররা বললেন, “প্রতিটি মুহূর্ত উপভোগ করছে কোহালি।”

নাচের সময়ে তাঁর মুখের অভিব্যক্তিতেও পরিষ্কার, ফুরফুরে মেজাজে আছেন তিনি। আর তাঁর নাচ সতীর্থদেরও চাপমুক্ত রাখল। ব্যাট করতে নেমেও ছন্দে দেখাল তাঁকে। ৩৯ বলে ৪৮ রান করেন কোহালি। মারলেন তিনটি বাউন্ডারি। ২০ ওভারে তাঁর দল করেছে ১৭১ রান। বিপক্ষে ক্রিস গেলের মতো বিধ্বংসী ব্যাটসম্যান থাকলেও কোহালি একটুও চিন্তিত নন।

Advertisement

আরও পড়ুন: ‘বস মাঠে ফিরছে’, উত্তেজিত পঞ্জাব শিবির

শারজার এই ম্যাচ কোহালির কাছে একটা মাইলস্টোনেরও। ব্যাঙ্গালোরের জার্সিতে তিনি আজ ২০০-তম ম্যাচ খেলছেন।মাইলস্টোন ছোঁয়ার দিনে কোহালিকে পাওয়া গেল হাল্কা মেজাজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement