ভুগিয়েছে ব্যাটিংই, মানছেন ধোনি

চেন্নাই অধিনায়ক যদিও প্রশংসা করে গেলেন তাঁর বোলারদের। ধোনি বলছিলেন, ‘‘মরসুমের শুরু থেকে বোলাররা ভাল বল করে গিয়েছে। আজও তাই করে গেল। উপ্পলের উইকেট একেবারেই ১৫০ রানের উইকেট ছিল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ০৪:০৮
Share:

টার্নিং-পয়েন্ট: ফিরলেন ধোনি। দীর্ঘক্ষণ রিপ্লের পর সিদ্ধান্ত। এএফপি

চতুর্থ বার আইপিএল জেতা হল না মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের। ফের তারা আটকে গেল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কেন জিততে পারল না চেন্নাই? কোথায় পিছিয়ে পড়লেন ধোনিরা? ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ধোনি জানিয়ে দিলেন, মিডল অর্ডার ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবই এ বার ডুবিয়েছে চেন্নাইকে।

Advertisement

ধোনি বলেছেন, ‘‘ফাইনালে উঠেছি ঠিকই। কিন্তু মরসুম জুড়ে আমরা যে ভাবে খেলেছি তাতে খুশি হতে পারছি না। সব চেয়ে বেশি সমস্যায় ফেলেছে আমাদের ব্যাটিং। মিডল অর্ডারে ধারাবাহিকতা অভাব ফাইনালে এসেও ঠিক হয়নি। কোনও না কোনও ব্যাটসম্যান খেলে দিয়েছে বলে আজ আমরা ফাইনালে। না হলে তার কোনও আশাই ছিল না।’’

চেন্নাই অধিনায়ক যদিও প্রশংসা করে গেলেন তাঁর বোলারদের।

Advertisement

আরও পড়ুন: পর পর চার ম্যাচে হার, মুম্বই ভীতিই কি হারিয়ে দিল চেন্নাইকে?

ধোনি বলছিলেন, ‘‘মরসুমের শুরু থেকে বোলাররা ভাল বল করে গিয়েছে। আজও তাই করে গেল। উপ্পলের উইকেট একেবারেই ১৫০ রানের উইকেট ছিল না। অনেক বেশি রান উঠতে পারত। কিন্তু যেই মুহূর্তে ব্যাটসম্যানেরা ক্রিজে থিতু হয়েছে, সেই মুহূর্তে উইকেট তুলেছে আমাদের বোলাররা।’’ আগামী মরসুমে কোন জায়গায় উন্নতি করে ফিরতে চান চেন্নাই অধিনায়ক? ধোনির উত্তর, ‘‘প্রায় এক বছর আগে এই উত্তর দেওয়া সম্ভব নয়। সামনে বিশ্বকাপ। এখন সেটা নিয়ে ভাবার সময়। আবার পরের বার আইপিএল নিয়ে ভাবা যাবে।’’দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগস্পিনার ইমরান তাহিরের হাতে তুলে দেওয়া হল পার্পল ক্যাপ (বেগুনি টুপি)। ২৬ উইকেট নিয়ে উইকেট সংগ্রাহকদের তালিকার শীর্ষে। তাহির বলছিলেন, ‘‘ম্যাচ জিততে না পেরে খারাপ লাগছে। কবে পার্পল ক্যাপ পাওয়ার স্বপ্ন দেখেছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement