Indian Premier League 2019

ইডেনে আজ নামছে কেকেআর, দেখে নিন কার্তিকদের সম্ভাব্য একাদশ

দু’বার লিগ জেতা নাইট রাইডার্স এ বারও টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার। ১২তম আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বিকেল ৪টেয় খেলা শুরু হবে ইডেন গার্ডেন্সে। কে কে খেলতে পারেন আজ?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ০৮:২৬
Share:
০১ ১২

দু’বার লিগ জেতা কলকাতা নাইট রাইডার্স এ বারও টুর্নামেন্ট জেতার অন্যতম দাবিদার। ১২তম আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বিকেল ৪টেয় খেলা শুরু হবে ইডেন গার্ডেন্সে। কার্তিকদের দলে কে কে খেলতে পারেন আজ?

০২ ১২

ক্রিস লিন: চোট আঘাত কাটিয়ে মাঠে নামছেন। ইডেনে ঝড় তোলার জন্য প্রস্তুত ক্রিস।

Advertisement
০৩ ১২

সুনীল নারাইন: লিনের সঙ্গে ওপেন করবেন সুনীল। শুধু বোলার হিসেবেই নয়, ওপেনারের ভূমিকাতেও সফল তিনি। শুরুতে ক্রিস লিনের সঙ্গে জুটিতে বিধ্বংসী ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।

০৪ ১২

 রবীন উথাপ্পা: কলকাতা নাইট রাইডার্স দলে তিনি ‘রবিনহুড’। যখনই দল বিপদে পড়েছে, তখনই তাঁর চওড়া ব্যাট সেই বিপদ সামলেছে। 

০৫ ১২

শুভমন গিল:  ব্যাট করার সুযোগ পেলেই বাজিমাত করতে পারেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য।

০৬ ১২

নীতীশ রাণা: বাঁ হাতি এই ব্যাটসম্যানের স্পিন বোলিংয়ের হাতটাও বেশ। একাদশ আইপিএলে এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহালির উইকেট নিয়ে চমক দিয়েছিলেন রাণা।

০৭ ১২

দীনেশ কার্তিক: ৩২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আইপিএলে প্রতিটি সংস্করণেই অংশ নিয়েছেন। কেকেআরের অধিনায়ক উইকেটকিপার-ব্যাটসম্যান দলের বড় ভরসা।

০৮ ১২

আন্দ্রে রাসেল: ক্যারিবিয়ান তারকার বিরুদ্ধে কোন জায়গায় বল ফেলবেন বুঝতে পারেন না বিপক্ষের বোলাররা। গতিতেও বিপক্ষকে চমকে দিতে পারেন এই অলরাউন্ডার।

০৯ ১২

পীযূষ চাওলা: বেশ কয়েক মরসুম নাইটদের হয়ে খেলছেন। অন্যতম ভরসার ক্রিকেটার এই লেগস্পিনার।

১০ ১২

কুলদীপ যাদব: চায়নাম্যানের ভেল্কি কেকেআরকে সাহায্য করবে অনেকটাই, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

১১ ১২

সন্দীপ ওয়ারিয়র: ঘরোয়া ক্রিকেটে ওয়ারিয়র কেরলের হয়ে খেলেন। সন্দীপের তারুণ্যকে কাজে লাগাতে চায় দল।

১২ ১২

লকি ফার্গুসন: নিউজিল্যান্ডের এই ক্রিকেটারটি বল হাতে নজর কেড়েছেন জাতীয় দলের হয়ে। দেশের হয়ে চল্লিশের বেশি টি-২০ ম্যাচ খেলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement