Roma Michael

বিকিনি পরে র‌্যাম্পে হাঁটায় ‘অশ্লীল’ বলে দেগেছে নিজের দেশ! কে এই পাকিস্তানি অভিনেত্রী-মডেল?

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে তাঁর সেই বিতর্কিত ভিডিয়োটি পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নানা রকম কুমন্তব্য উড়ে আসতে থাকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১১:৫৮
Share:
০১ ১৫

বিকিনি পরে বিশ্বমঞ্চে হাজির হয়ে ঝড় তুলেছিলেন। একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিকিনি পরে র‌্যাম্পে হাঁটার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার পর থেকেই শুরু হয়েছে হইচই।

০২ ১৫

রাতারাতি সমাজমাধ্যমে নজর কাড়া এই পাক মডেল অভিনেত্রীর নাম রোমা মিশেল। তিনিই পাকিস্তানের প্রথম মডেল যিনি হিজাব ছাড়া এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেন।

Advertisement
০৩ ১৫

নিজের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে তাঁর সেই বিতর্কিত ভিডিয়োটি পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নানা রকম কুমন্তব্য উড়ে আসতে থাকে। কয়েক ঘণ্টা পরে ভিডিয়োটি সরিয়ে নিতে বাধ্য হন রোমা।

০৪ ১৫

সংক্ষিপ্ত পোশাকে পাক তরুণীর জনসমক্ষে আসার ঘটনায় দ্বিধাবিভক্ত সমাজমাধ্যম। রক্ষণশীল দেশের তকমা পাওয়া পাকিস্তানের সমাজমাধ্যমের একাংশের পক্ষ থেকে তুলোধনা করা হয় এই অভিনেত্রী তথা মডেলকে। অন্য দিকে, রোমার এই সাহসী পদক্ষেপের জন্য তাঁকে বাহবা দেন সমাজমাধ্যমের আর একটি পক্ষ ।

০৫ ১৫

পাকিস্তানে রোমাকে অনেকেই তাঁর সাহসের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। প্রশংসাও করেন অনেকে। ভিডিয়োটি সরিয়ে নেওয়ার পরে সমাজমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ পাকিস্তানের রক্ষণশীল মানসিকতার সমালোচনা শুরু করেন। অনেকে রোমার নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন।

০৬ ১৫

সেই সৌন্দর্য প্রতিযোগিতায় বিকিনি রাউন্ডের জন্য একটি সোনালি বিকিনি পরেছিলেন ২৯ বছরের এই পাক তরুণী। যা দেখে তরুণীকে ‘অশ্লীল’ বলে দেগে দিয়েছে পড়শি দেশের একাংশ।

০৭ ১৫

এই পরিস্থিতিতে পাকিস্তানে নারী ক্ষমতায়ন ও অধিকার নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক ও চর্চা। কে এই পাকিস্তানি সুন্দরী তরুণী, যিনি বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার সাহস দেখিয়েছেন?

০৮ ১৫

মার্জার সরণী, টেলিভিশন ও বড় পর্দায় স্বছন্দ বিচরণ করলেও রোমা এক জন ডিগ্রিপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে ব্যাচেলর অফ টেকনোলজি পড়েছেন। তবে পেশা হিসাবে তিনি ইঞ্জিনিয়ারিংকে বেছে নিতে চাননি।

০৯ ১৫

কলেজে পড়াকালীনই জনপ্রিয় সমাজমাধ্যম প্রভাবী হিসাবে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন রোমা। পরে পাকিস্তানের কিছু সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সরাসরি রুপোলি পর্দার দুনিয়ায় চলে আসেন।

১০ ১৫

এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রোমাকে। পাকিস্তানের বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন রোমা। পাশাপাশি, বহু খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনের মডেল হিসাবেও পরিচিতি মুখ তিনি।

১১ ১৫

পাকিস্তানের টেলিভিশনের দু’টি ধারাবাহিকে তাঁর অভিনয় দক্ষতা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সমাজমাধ্যমে বেশ সক্রিয় রোমা। ইনস্টাগ্রামে তাঁর ৭৭ হাজারের বেশি অনুরাগী রয়েছে। ফ্যাশন দুনিয়াতেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন রোমা।

১২ ১৫

একাধিক বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এবং পোশাকশিল্পীর সঙ্গে চুক্তি করে নিজেকে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন রোমা।

১৩ ১৫

দেশ-বিদেশের নানা সৌন্দর্য প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্বও করেন তিনি। কান ফ্যাশন উইক এবং দুবাই ফ্যাশন শোতেও দেশের হয়ে অংশ নেন তিনি।

১৪ ১৫

পাকিস্তানের দূত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই পাক খ্রিস্টান সুন্দরী তরুণী।

১৫ ১৫

বিকিনি বিতর্কে তাঁর অনুরাগীদের অবশ্য পাশেই পেয়েছেন রোমা। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মঞ্চে বিকিনি পরে র‍্যাম্পে হাঁটার মধ্যে অস্বাভাবিকতা দেখছেন না বহু পাক নাগরিকই। অন্য পোশাকের মতো বিকিনি শুধুমাত্র একটি পোশাক। তাকে শ্লীল, অশ্লীল বলে দাগিয়ে দিতে নারাজ রোমার অনুরাগীরা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement