মঙ্গলবারই আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হল পাকিস্তানে। ছবি: রয়টার্স।
দু’দেশের রাজনৈতিক মতবিরোধ শেষ হওয়ার কোনও ইঙ্গিত নেই। বরং বেড়েই চলেছে। যেমন মঙ্গলবারই আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হল পাকিস্তানে। সে দেশের মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সে দেশের মন্ত্রী ফাওয়াদ চৌধরী। তিনি জানিয়েছেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যদিও জানিয়েছেন, দু’দেশের রাজনৈতিক মতবিরোধের প্রভাব খেলায় পড়ুক, তা চান না ইমরান। তিনি বললেন, ‘‘আমরা এ বিষয়ে কিছু না বললেও ভারত কিন্তু নিজেদের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমাদের দেশের নাগরিক, শিল্পী, ক্রিকেটারদের প্রতি ওদের মনোভাব পাল্টায়নি। এমনকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফৌজি টুপি পরে খেলে বিরাট কোহালির দল। এ ধরনের মনোভাব একেবারেই মেনে নেওয়া যায় না।’’
আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়ার আরও একটি কারণ রয়েছে। পাকিস্তান সুপার লিগের শুরুর দিকে তাদের সম্প্রচার করছিল এক ভারতীয় প্রচারমাধ্যম। কিন্তু পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পরে সেই প্রতিযোগিতার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই হয়তো চটিয়েছে পাক মন্ত্রককে। ফাওয়াদ আরও বলেন, ‘‘আমাদের তথ্যমন্ত্রক ফেডারেল মন্ত্রককে অনুরোধ করেছে আইপিএলের সম্প্রচার বন্ধ করার জন্য। কারণ, পিএসএল চলাকালীন ভারতই কিন্তু আমাদের সমস্যা ফেলার চেষ্টা করেছিল।’’