সহজেই নাইটদের হারাল সিএসকে। ছবি: পিটিআই।
ঠিক এক বছর আগে চিপকে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচে জ্বলে উঠেছিলেন আন্দ্রে রাসেল। মাত্র ৩৬ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
রাসেলের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে কলকাতা নাইট রাইডার্স ২০২ রান তুলেও ম্যাচটা হেরেছিল। আজ, মঙ্গলবার ‘ক্যারিবিয়ান দৈত্য’কে উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখতে হল সতীর্থদের ‘হারাকিরি’। লিন, নারাইনদের অয়ারাম-গয়ারাম ব্যাটিংকে এছাড়া আর কীইবা বলা যায়! ইনিংসের শুরুতেই তাল কেটে গেল নাইটদের। ২০ ওভারের শেষে নাইটরা তুলল ৯ উইকেটে ১০৮।
এক বছর আগে রানের পাহাড়ে চড়েও হারতে হয়েছিল নইটদের। এদিন কেকেআর ১০৮ রান করার পরে অতি বড় কলকাতা ভক্তও আশা করেননি ম্যাচটা জিতবে শাহরুখ খানের দল। দিনান্তে ১৬ বল বাকি তাকতে সিএসকে সাত উইকেটে ম্যাচ জিতে নিল। শুরুতে সুনীল নারাইন চেন্নাই শিবিরে ধাক্কা দিলেও শেষমেশ জিততে বেগ পেতে হয়নি ধোনিদের। ফ্যাফ দু’ প্লেসি (৪৩) ও কেদার যাদব (৮) দাঁড়িয়ে থেকে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ উঠেছিল চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটারের বিরুদ্ধে
আরও পড়ুন: অপারেশন চেন্নাই সফল করতে দলে কি একটি পরিবর্তন করতে চলেছে কেকেআর?
নাইটদের ব্যর্থতার দিনে উজ্জ্বল সেই রাসেল। ওয়েস্ট ইন্ডিয়ান এই ক্রিকেটারের জন্যই কেকেআর একশো রানের গণ্ডি টপকাতে পারে। যদিও অনেক আগেই হরভজন তাঁর ক্যাচ ধরতে পারতেন। বলের ফ্লাইট মিস করায় সেই যাত্রায় জীবন ফিরে পান রাসেল। তখনই যদি ক্যারিবিয়ান অলরাউন্ডারকে তালুবন্দি করে ফেলতেন ভাজ্জি, তাহলে আরও লজ্জায় পড়তে হতো কেকেআরকে। শেষ পর্যন্ত রাসেল অপরাজিত থেকে যান ৫০ রানে। সুপার কিংসের বোলিং আক্রমণের সামনে এ দিন দাঁড়াতেই পারল না কেকেআর। দীপক চহার শুরুতেই নাইটদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিলেন। খেলা যত গড়াল হরভজন সিংহ ও ইমরান তাহিরের দাপটে কঙ্কাল বেরিয়ে পড়ল নাইটদের।
টস জিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআরকে। প্রথম ওভারেই চহার ফেরান লিনকে। দ্বিতীয় ওভার করতে এসে হরভজন তুলে নেন সুনীল নারাইনকে (৬)। তৃতীয় ওভারে ফের ধাক্কা দেন চহার। রাণা ডাগ আউটের রাস্তা ধরেন খাতা না খুলেই। ব্যক্তিগত ১১ রানে রবিন উথাপ্পা আউট হন। শিকারী সেই চহার। পার্টনারশিপ গড়তে পারলেন না নাইট ব্যাটসম্যানরা। ইমরান তাহিরের বলে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক হরভজনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। শুবমান গিলকে ঠকান তাহির। পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণারা উইকেটে দাঁডা়তেই পারলেন না।