অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বুমরা। পিটিআই
মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে যোগ দিলেন যশপ্রীত বুমরা। তবে, কাঁধের চোট সারিয়ে ওঠা পেসার মঙ্গলবার চিন্নাস্বামী স্টেডিয়ামে প্র্যাক্টিসে যোগ দিলেও বল করেননি।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান বুমরা। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অঙ্গ তিনি। তাই বুমরার চোট নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন ভারতীয় সমর্থকেরা। সোমবার মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে তিনি আসেননি বেঙ্গালুরুতে। মঙ্গলবার আলাদা করে তাঁকে উড়িয়ে আনা হয়। বুমরাদের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরাট কোহালিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লড়াই বৃহস্পতিবার।
এ দিন সতীর্থদের সঙ্গে বুমরাকে প্রায় ২০ মিনিট মাঠে দৌড়তে দেখা গিয়েছে। পাশাপাশি ক্যাচিং অনুশীলনেও ছিলেন তিনি। সাবলীল ভাবে বুক-সমান ক্যাচ, নিচু ক্যাচ নেওয়ার প্র্যাক্টিস বা বল ছুড়তে দেখা গিয়েছে তাঁকে। তবে নেটে বোলিং করেননি তিনি। মুম্বইয়ের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস জাহির খানের সঙ্গে কিছুক্ষণ আলোচনাও করেন বুমরা। শুধু জাহিরই নন, ভারতীয় দলের সতীর্থ এবং বিপক্ষ দলের অধিনায়ক বিরাট কোহালির সঙ্গেও মিনিট পনেরো হাল্কা মেজাজে আড্ডা দেন বুমরা।
ফিট বুমরাকে নিয়ে যখন উল্লসিত মুম্বই ইন্ডিয়ান্স শিবির, তখন বৃহস্পতিবারের ম্যাচের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির পাল্টা অস্ত্র হিসেবে তৈরি রাখছে নবদীপ সাইনিকে। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে উইকেট না পেলেও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে তাঁর বোলিং দেখে সন্তোষপ্রকাশ করেছিলেন অধিনায়ক বিরাট কোহালি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সাইনি বলেছেন, ‘‘বিরাট ভাই আমাকে নেটে অথবা ম্যাচে সমান গতিতে বল করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, নেটে যদি তুমি ১১০ শতাংশ দিতে পার, তা হলে জানবে ম্যাচে সেটা ৯৫ শতাংশে গিয়ে পৌঁছেছে। আমি ওঁর পরামর্শ মেনে নিজেকে তৈরি রাখছি।’’
সাইনি জানিয়েছেন, টেনিস বলে খেলে বোলিংয়ের গতি বাড়িয়েছেন। বলেছেন, ‘‘টেনিস বলে খেলার কারণে বলের গতি যেমন বেড়েছে, তেমনই শারীরিক শক্তিও বেড়েছে। তা ছাড়া বোলিং কোচ আশিস নেহরাও আমাকে অনেক সাহায্য করেছেন।’’