অধিনায়কের থেকেই প্রেরণা পান ব্র্যাভো

ব্র্যাভো সব চেয়ে বেশি খুশি হয়েছেন অধিনায়ক ধোনির দুর্দান্ত ব্যাটিং দেখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০৪:৪৫
Share:

অভিজ্ঞ: শেষ ওভারের বিশেষজ্ঞ ডোয়েন ব্র্যাভো। ফাইল চিত্র

শেষ ওভারে জয়ের জন্য রাজস্থান রয়্যালসের প্রয়োজন ছিল ১২ রান। মহেন্দ্র সিংহ ধোনি বল তুলে দিলেন অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর হাতে।

Advertisement

তার পর? রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আট রানে জেতার পরে সেই কাহিনিই ফাঁস করেছেন চেন্নাই সুপার কিংসের ‘চ্যাম্পিয়ন’। সতীর্থ স্যাম বিলিংসকে দেওয়া সাক্ষাৎকারে ব্র্যাভো বলেছেন, ‘‘আমাকে ধোনি বলে দিয়েছিল, ঠান্ডা মাথায় ছ’টা বল করার জন্য। ও কী বলতে চেয়েছিল, সেটা আমার কাছে স্পষ্ট ছিল। তাই দ্বিতীয় কোনও কথা বলার প্রয়োজন অনুভব করিনি।’’ আরও বলেছেন, ‘‘এমন পরিস্থিতিতে আমাদের আগেও বহুবার পড়তে হয়েছে। ফলে কী করতে হবে সেটা শুধু আমি বলেই নয়, এই দলের প্রত্যেকটি ক্রিকেটার জানে। ফলে শেষ ওভারে বল করতে যাওয়ার সময় আমার মধ্যে কোনও বাড়তি উৎকণ্ঠা ছিল না।’’

তবে ব্র্যাভো সব চেয়ে বেশি খুশি হয়েছেন অধিনায়ক ধোনির দুর্দান্ত ব্যাটিং দেখে। তিনি বলেছেন, ‘‘ওর মতো শান্ত এবং পরিপূর্ণ ক্রিকেটার বিশ্বে খুব কম রয়েছে। তার চেয়েও বড় ব্যাপার হল, ধোনি নিজের শক্তি সম্পর্কে যেমন সচেতন, তেমনই একটা ম্যাচ কোন দিকে গড়াতে পারে, সেটাও ওর নখদর্পণে। এই অনুমান শক্তি সকলের কিন্তু থাকে না। আমি বরং ওর থেকে প্রতিনিয়ত এটা শেখার চেষ্টা করি, কী ভাবে নিজের শক্তিকে ধরে রাখা যায় এবং ঠিক সময়ে তাকে ব্যবহার করতে হয়। ওকে দেখে প্রেরণা পাই।’’ ব্র্যাভো জানিয়েছেন, সব চেয়ে বেশি স্বস্তি অনুভব করেন ধোনির সঙ্গে ব্যাটিং করার সময়ে। বলেছেন, ‘‘ও সব সময় ক্রিকেটকে উপভোগ করার কথা বলে। ফলে আমার পক্ষে কাজটা অনেক সহজ হয়ে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement