শুরুটা করেছিলেন কেকেআরে। কেউ একটা, কেউ বা দুটো মরশুম নাইটদের সংসারে থাকলেও তেমন কিছু করতে পারেননি। কিন্তু, কেকেআর ছাড়ার পর আইপিএল কেরিয়ার অন্য খাতে বইতে শুরু করে। দেখে নেওয়া যাক এমন কয়েক জনকে।
মোজেস এনরিকে: ২০০৯ সালে অনেক টাকা দিয়ে কেকেআর দলে নিয়ে ছিল এই অলরাউন্ডারকে। সে বার মাত্র চারটি ম্যাচে সুযোগ পান। কিছুই প্রায় করতে পারেননি।
মোজেস এনরিকে: পরের বছর দিল্লি কিনে নেয়, আর শুরু হয় তাঁর সাফল্যের পথ চলা। পরবর্তীতে বেঙ্গালুরু এবং হায়দরাবাদের হয়েও নজর কাড়েন। হায়দরাবাদের একাধিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।
ঋদ্ধিমান সাহা: প্রথম তিন বছর কেকেআরের সদস্য ছিলেন ভারতীয় দলের অন্যতম সেরা এই উইকেটরক্ষক। কিন্তু, তেমন কিছুই করতে পারেননি।
ঋদ্ধিমান সাহা: পরবর্তীতে পঞ্জাবের সদস্য হন ঋদ্ধি। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর ৫৫ বলে অপরাজিত ৯৩ বা কলকাতার বিরুদ্ধে ১১৫ রানের ইনিংস আজও বিখ্যাত হয়ে আছে।
ব্রেন্ডন ম্যাকালাম: আইপিএলের সূচনায় অপরাজিত ১৫৮ ছাড়া বলার মতো আর কিছুই নেই। সেই ইনিংসটি আজও বিখ্যাত হয়ে আছে। যদিও প্রথম তিন বছর কেকেআরের সঙ্গে থাকলেও আর বলার মতো পারফরম্যান্স নেই।
ব্রেন্ডন ম্যাকালাম: পরবর্তীতে আরও বেশ কয়েকটি দলের হয়ে মাঠে নামেন। সে সময় যেন তিন বছরের ব্যর্থতা পুষিয়ে নেন। একাধিক অসাধারণ ইনিংস রয়েছে তাঁর।
ক্রিস গেল: তিন বছর কেকেআরের সঙ্গে ছিলেন। যদিও প্রথম বছর চোটের জন্য খেলতে পারেননি। পরের দুই বছর সব মিলিয়ে করেছিলেন মাত্র ৪৬৩ রান।
ক্রিস গেল: ২০১১ তে বেঙ্গালুরুর হয়ে মাঠে নামেন। সেই থেকে শুরু হয় গেল ঝড়। মাঝে দু-একটা পর্ব বাদ দিলে গেল আইপিএলের গেল ঝড় এখনও অব্যাহত।