— প্রতিনিধিত্বমূলক চিত্র
ধাক্কা খেল ভারতের অলিম্পিক্স সংস্থা (আইওএ)। এশিয়ান গেমসের জন্য ভারতীয় কুস্তিগিরদের নাম জমা দেওয়ার সময়সীমা আরও একটু বাড়ানোর অনুরোধ করেছিল তারা। সেই অনুরোধ খারিজ করে দিয়েছে আয়োজক সংস্থা। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রায়াল আয়োজন করাই চ্যালেঞ্জ আইওএ-র কাছে।
অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়ার কাছে নাম জমা দেওয়ার জন্য ৫ অগস্ট পর্যন্ত সময় চেয়েছিল আইওএ। কিন্তু মাত্র সাত দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ১৫ জুলাইয়ের বদলে নাম জমা দিতে হবে ২২ জুলাইয়ের মধ্যে। ভারতীয় কুস্তির দায়িত্বে থাকা অ্যাড-হক প্যানেলকে তাই অসম্ভবকে সম্ভব করতে হবে।
এই সমস্যা তৈরি হয়েছে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে। সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগটের মতো কুস্তিগিরেরা ব্রিজভূষণকে গ্রেফতারের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছিলেন। ফলে তাঁরা ঠিক ভাবে এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে পারেননি। আন্দোলন তুলে নেওয়ার পরে এখন সাক্ষী, বজরং, বিনেশরা প্রস্তুতি সারতে বিদেশে চলে গিয়েছেন। যাওয়ার আগে তাঁরা ক্রীড়ামন্ত্রককে অনুরোধ করেছিলেন ট্রায়ালের সময়সীমা বাড়ানোর। কিন্তু তা সম্ভব হল না। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে তাঁদের দেশে ফিরে এসে কোনও মতে ট্রায়ালে অংশ নিতে হবে।
এশিয়ান গেমসে খেলার জন্যে এক লড়াইয়ের ট্রায়ালের প্রস্তাব দেওয়া হয়েছিল প্রতিবাদী কুস্তিগিরদের। অর্থাৎ যিনি যে বিভাগে লড়েন, সেই বিভাগের ট্রায়ালের বিজয়ীর বিরুদ্ধে তিনি একটি ম্যাচ খেলবেন। যিনি জিতবেন তিনি এশিয়ান গেমসে যাবেন। কিন্তু কোচ এবং বাকি কুস্তিগিরদের প্রতিবাদের মুখে পড়ে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। এখন দেখার কী ভাবে ট্রায়াল অনুষ্ঠিত হত।