Inzamam ul Haq

রিচার্ডস আর ইনজামামের ছক্কা মারার প্রতিযোগিতা, ফলাফল...

ভিভের মতো আগ্রাসী ক্রিকেটার এখন আর উঠে আসছেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৭:০৮
Share:

রিচার্ডসের সঙ্গে ব্যাটিং করার অভিজ্ঞতা জানালেন ইনজামাম। —ফাইল চিত্র।

ভিভ রিচার্ডসের মতো আগ্রাসন এখনকার ক্রিকেটে আর দেখা যায় না। তেমনটাই মত প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের।

Advertisement

প্রাক্তন ক্যারিবিয়ান গ্রেটের সঙ্গে এক বার ব্যাট করেছিলেন ইনজি। সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন ইউটিউব চ্যানেলে। ইনজামাম বলেছেন, ‘‘এক বার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে আমি ব্যাট করছিলাম। আমার কাছে এসে ভিভ বললেন, কে বড় ছক্কা মারতে পারে দেখা যাক। আমি হেসে বলি, ঠিক আছে।’’

সেই সময়ে ইনজির মনে হয়েছিল, প্রাক্তন ক্যারিবিয়ান তারকা অবসর নিয়েছেন অনেক দিন হল। বয়সে ইনজি তরুণ। তাই লম্বা ছক্কা মারতে পারবেন তিনিই।

Advertisement

আরও পড়ুুন: আত্মজীবনীতে কটাক্ষ করলেন আফ্রিদি, পাল্টা আক্রমণ গম্ভীরের

প্রথম ওভারেই ছক্কা মারেন ভিভ। ইনজি বলেন, ‘‘রিচার্ডসের ছক্কা মাঠের বাইরের পার্কিং অঞ্চলে গিয়ে পড়ে। তার পরে আমি ছক্কা মারলাম। সেই ছয়টা রিচার্ডসের থেকেও দূরে গিয়ে পড়ল। আমি খুব খুশি হয়ে রিচার্ডসকে গিয়ে বললাম, তোমার থেকে লম্বা ছক্কা মারলাম।’’ ইনজির সেই কথা শুনে রিচার্ডস বলেন, ‘‘খেলা এখনও শেষ হয়নি। আমরা এখনও কিন্তু খেলছি।’’ ইনজি বলেন, ‘‘তৃতীয় ওভারে ভিভ রিচার্ডস এমন একটা ছক্কা মারল যা ড্রেসিং রুমের পিছনে থাকা একটা বাড়িতে গিয়ে পড়ল। শুধু যে একটা ছক্কা মেরেছিল রিচার্ডস তা নয়, তিনটে ছক্কা মেরেছিল। তার সবক’টা সেই বাড়িতে গিয়ে পড়েছিল।’’

আরও পড়ুুন: আইপিএলে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা? ওয়ার্নার বললেন...

অবসর নেওয়ার পরেও যিনি এমন বিশাল ছক্কা হাঁকাতে পারেন, খেলার সময়ে তিনি কেমন আগ্রাসী ছিলেন, তা সহজেই অনুমেয়। ইনজামাম বলছেন, ‘‘কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মেন্টর ভিভ। ওঁর থেকে অনেক কিছু শেখার রয়েছে ক্রিকেটারদের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement