ইস্টবেঙ্গলে চোট সমস্যা কাটছে না

চোটের জন্য মোহনবাগানের বিরুদ্ধে আই লিগের ফিরতি ডার্বিতে ওয়েডসন আনসেলমের খেলা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বার চোট পেলেন আর এক বিদেশি ক্রিস্টোফার পেইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৭ ০৩:৩৬
Share:

নজরে: ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যানের নজরদারিতে মেহতাবদের অনুশীলন। ছবি: সুদীপ্ত ভৌমিক।

চোটের জন্য মোহনবাগানের বিরুদ্ধে আই লিগের ফিরতি ডার্বিতে ওয়েডসন আনসেলমের খেলা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বার চোট পেলেন আর এক বিদেশি ক্রিস্টোফার পেইন।

Advertisement

বৃহস্পতিবার সকালে জিমে ফিটনেস ট্রেনিং করতে গিয়ে পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন পেইন। ঝুঁকি না নিয়ে অনুশীলনের পরেই এমআরআই করাতে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, পুরনো চোটের জায়গায় ফের আঘাত পেয়েছেন অস্ট্রেলীয় স্ট্রাইকার। কোচ ট্রেভর জেমস মর্গ্যান অবশ্য বলেছেন, ‘‘ফিটনেস ট্রেনিং করতে গিয়ে ওর সমস্যা হচ্ছিল। তাই ঝুঁকি না নিয়ে এমআরআই করানো হয়েছে। আশা করছি, পেইনের চোট খুব একটা গুরুতর নয়।’’

১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আই লিগ টেবলে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। সমসংখ্যক ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আইজল এফসি। আর দু’ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মোহনবাগান। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে শেষ চারটি ম্যাচে মেহতাব হোসেন-দের শুধু জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। কারণ, আইজল ও মোহনবাগান পয়েন্ট নষ্ট করলেই লাল-হলুদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা বেঁচে থাকবে। মর্গ্যান বলছেন, ‘‘সব ম্যাচই এখন ফাইনাল। জেতা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই আমাদের সামনে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement