মাশা ম্যাচই খেলা হল না সেরিনার

ফরাসি ওপেনে সোমবারের এ ভাবে বিনা মেঘে বজ্রপাত পড়ার মতো খবরটা হয়তো কেউ আন্দাজ করতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০৪:১৬
Share:

হতাশ: সরে দাঁড়ানোর পরে সাংবাদিক সম্মেলনে সেরিনা। ছবি: রয়টার্স

রোলঁ গ্যারোজ থেকে ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস।

Advertisement

ফরাসি ওপেনে সোমবারের এ ভাবে বিনা মেঘে বজ্রপাত পড়ার মতো খবরটা হয়তো কেউ আন্দাজ করতে পারেননি।

মারিয়া শারোপোভার বিরুদ্ধে তাঁর দু’বছর পরে গ্র্যান্ড স্ল্যাম লড়াই নিয়ে রবিবার কম মাতামাতি হয়নি। কিন্তু সোমবার শেষ ষোলোর সেই লড়াই হওয়ার কিছুক্ষণ আগে সেরিনা হঠাৎ জানিয়ে দেন, চোটের জন্য তিনি সরে দাঁড়াচ্ছেন টুর্নামেন্ট থেকে। স্ক্যানের ফল না পাওয়া পর্যন্ত উইম্বলডনে খেলবেন কি না বলতে পারছেন না।

Advertisement

‘‘আমার ডান দিকের পেকটোরাল পেশিতে সমস্যা রয়েছে। তাই সার্ভ করতে পারব না,’’ বলেন সেরিনা। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে নামার পরেই সমস্যাটা তিনি প্রথম টের পান। রবিবার দিদি ভিনাসের সঙ্গে তিনি ডাবলস ম্যাচেও নেমেছিলেন। তার পরে সমস্যাটা আরও বাড়ে।

‘‘জীবনে কখনও তাই সমস্যাটা টের পাইনি। প্রচণ্ড ব্যাথা হচ্ছে। জানি না কী ভাবে সামলাব,’’ বলেন মা হওয়ার পরে প্রথম গ্র্যান্ড স্ল্যামে নামা মার্কিন তারকা। মঙ্গলবার প্যারিসেই সেরিনার চোটের এমআরআই স্ক্যান হবে। যতক্ষণ না কতটা গুরুতর সমস্যা পরিষ্কার হচ্ছে তিনি প্যারিসেই থাকবেন।

ম্যাচটায় খেলতে তিনি নিজেও কতটা উদগ্রীব ছিলেন সেরিনার কথায় পরিষ্কার। ‘‘এ ভাবে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়াতে হচ্ছে বলে আমি হতাশ বললেও কম বলা হয়। কোর্টে ফেরার ল়ড়াইয়ে আমি কম কষ্ট করিনি। মেয়ের জন্য যে সময়টা দিতে হত, পরিবারের সঙ্গে যে সময়টা কাটাতে হত, সে সব ছেড়ে কোর্টে পড়েছিলাম। সব করেছি শুধু এই মুহূর্তটার জন্য। আশা করছি, আমি আরও শক্তিশালী হয়ে কোর্টে ফিরে আসতে পারব।’’

সেরিনা সরে দাঁড়ানোয় হতাশা গোপন করেননি শারাপোভাও। রুশ তারকা প্রতিদ্বন্দ্বীর দ্রুত আরোগ্য কামনা করে বলেন, ‘‘আশা করি ও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে।’’ ওয়াকওভার পেয়ে মেয়েদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন তিনি। শারাপোভা শেষ আটে মুখোমুখি হবেন তৃতীয় বাছাই স্পেনের গারবিনে মুগুরুজার। যাঁকে শেষ আটে উঠতে পুরো ম্যাচ খেলতেই হল না প্রতিপক্ষ ওয়াকওভার দেওয়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement