চোট, উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন রাফা

চোটের জন্য উইম্বলডন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। বুধবার নাদালের কোচ টনি নাদাল জানান, এই চোট থেকে রাফা কবে আবার কোর্টে ফিরতে পারবেন সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ২৩:৫৭
Share:

চোটের জন্য উইম্বলডন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। বুধবার নাদালের কোচ টনি নাদাল জানান, এই চোট থেকে রাফা কবে আবার কোর্টে ফিরতে পারবেন সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ফ্রেঞ্চ ওপেনে দু’রাউন্ড খেলার পর কব্জিতে চোটের জন্য সরে দাঁড়িয়েছিলেন নাদাল। সেই চোট এখনও ভোগাচ্ছে তাঁকে। টনি নাদাল বলেন, ‘‘এই মুহূর্তে রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছে ও। এখনও ওর ফেরার দিন ঠিক করা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হল ও যখন ফিরবে তখন যেন পুরো ফিট থাকে।’’

Advertisement

সামনে অলিম্পিক্স। তাই চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ। তিনি বলেন, ‘‘আমরা অলিম্পিক্সের আগে কোনও ঝুঁকি নিতে চাইছি না। রাফা ফিরবে তখনই যখন ওর ফিটনেসের ব্যাপারে ডাক্তার নিশ্চিত হবে। ১০০ শতাংশ ফিট না হলে ও খেলবে না।’’ ২৭ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন।

আরও খবর

Advertisement

দু’বছরের নির্বাসনে টেনিস সুন্দরী শারাপোভা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement