World Athletics Championships

World Athletics Championships: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হলেও কমনওয়েলথে ভাল ফলের আশায় প্রাক্তন সেনা জওয়ান অবিনাশ

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩০০০ মিটার স্টিপলচেজে ১১তম স্থানে শেষ করেছেন অবিনাশ সাবলে। কমনওয়েলথ গেমসে ভাল খেলার আশায় ভারতীয় ক্রীড়াবিদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৪:৫১
Share:

স্টিপলচেজে জাতীয় রেকর্ড রয়েছে অবিনাশের দখলে ফাইল চিত্র

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩০০০ মিটার স্টিপলচেজে ১১তম স্থানে শেষ করেছেন ভারতীয় ক্রীড়াবিদ অবিনাশ সাবলে। ২৭ বছরের অবিনাশ প্রতিযোগিতা শেষ করতে সময় নিয়েছেন ৮ ঘণ্টা ৩১ মিনিট ৭৫ সেকেন্ড। তাঁর ব্যক্তিগত সেরা সময়ের (৮ ঘণ্টা ১২ মিনিট ৪৮ সেকেন্ড) থেকে অনেকটা পিছনে শেষ করেছেন অবিনাশ। ওরিয়নে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হলেও কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে ভাল খেলার আশা করছেন তিনি।

Advertisement

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতেছেন মরোক্কোর সৌফিয়ানে এল বাক্কালি। তিনি সময় নিয়েছেন ৮ ঘণ্টা ২৫ মিনিট ১৩ সেকেন্ড। রুপো জিতেছেন ইথিয়োপিয়ার লামেচা গিরমা। তাঁর সময় ৮ ঘণ্টা ২৬ মিনিট ১ সেকেন্ড। কেনিয়ার কনসেসলাস কিপ্রুতো ৮ ঘণ্টা ২৭ মিনিট ১২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। তিন পদক জয়ীই তাঁদের সেরা সময়ের থেকে অনেক বেশি সময় নিয়েছেন।

তিন নম্বর হিটে তৃতীয় স্থানে শেষ করেছিলেন অবিনাশ। হিটে সব মিলিয়ে সপ্তম স্থানে ছিলেন তিনি। প্রতিযোগিতা শুরু হওয়ার পরে প্রথম ১০০০ মিটার পরে ১৪ নম্বরে ছিলেন অবিনাশ। পরের ২০০০ মিটারে কিছুটা উন্নতি করেন তিনি। ২০১৯ সালে দোহাতে ৩০০০ মিটার স্টিপলচেজে ১৩তম স্থানে শেষ করেছিলেন অবিনাশ। তবে সময় নিয়েছিলেন অনেকটা কম (৮ ঘণ্টা ২১ মিনিট ৩৭ সেকেন্ড)।

Advertisement

মহারাষ্ট্রের বিড় জেলার বাসিন্দা অবিনাশ ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ছিলেন। সেনার হয়ে সিয়াচেন সীমান্তে পাহাড়া দিয়েছেন। সেনা ছেড়ে অ্যাথলেটিক্স শুরু করেন অবিনাশ। গত মাসে ডায়মন্ড লিগে ৩০০০ মিটার স্টিপলচেজে প্রতিযোগিতা শেষ করতে ৮ ঘণ্টা ১২ মিনিট ৪৮ সেকেন্ড সময় নেন অবিনাশ, যা জাতীয় রেকর্ড।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১তম স্থানে শেষ করলেও হতাশ নন অবিনাশ। কারণ, তাঁর ব্যক্তিগত সেরা সময় সোনা জয়ী মরোক্কোর ক্রীড়াবিদের থেকে কম। তাই খুব বেশি চিন্তা করছেন না অবিনাশ। সামনেই কমনওয়েলথ গেমস। সেখানে পদক জয়ের আশা করছেন তিনি। নিজের সেরাটা দিতে পারলে কমনওয়েলথ থেকে পদক আনবেন বলে আশাবাদী প্রাক্তন সেনা জওয়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement