জুনিয়র শ্যুটিং বিশ্বকাপের তৃতীয় দিনও সোনা ভারতের। রুশিরাজ বারট ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে সেরার পুরস্কার জিতলেন। ১৯ বছরের শ্যুটার ফাইনালে যখন ওঠেন ছিলেন ছ’জনের মধ্যে পঞ্চম স্থানে। কিন্তু ফাইনালে চেক শ্যুটার লুকাস সৌমলকে ২৫-২৩ হারিয়ে জুনিয়র বিশ্বকাপে নিজের প্রথম পদক তুলে নেন তিনি। মোট ছ’টি সোনা, চারটি রুপো ও আটটি ব্রোঞ্জ নিয়ে ভারত পদক তালিকায় দু’নম্বরে এখন।