Jasprit Bumrah

আরজি করের ঘটনায় এ বার মেয়েদের পাশে বুমরা, ‘নারীদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদলান’

ভারতীয় দলের অন্যতম প্রধান ক্রিকেটার যশপ্রীত বুমরাও চুপ করে থাকতে পারেননি। তিনিও মেয়েদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ২০:৪২
Share:

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

আরজি কর হাসপাতালের ঘটনায় চমকে গিয়েছে গোটা দেশ। হাসপাতালের মধ্যে এক জনকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যে ঘটনায় সরব সকলেই। ভারতীয় দলের ক্রিকেটার যশপ্রীত বুমরাও চুপ করে থাকতে পারেননি। তিনিও মেয়েদের লড়াইয়ের পাশে দাঁড়িয়েছেন।

Advertisement

গত শুক্রবার আরজি কর হাসপাতালের মধ্যে যে ঘটনা ঘটেছিল, তা নিয়ে এর আগে আয়ুষ্মান খুরানা, করিনা কপূর খান, সামান্থা, প্রীতি জ়িন্টা, আলিয়া ভট্টেরা মেয়েদের পাশে দাঁড়িয়েছিলেন। এ বার বুমরা সমাজমাধ্যমে পোস্ট করলেন। তবে তিনি আলিয়ার একটি পোস্ট ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন। তাতে লেখা, “মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল মহিলাই ভাল পরিবেশের দাবীদার।”

এর আগে আলিয়া সমাজমাধ্যমে লিখেছিলেন, “আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’’

Advertisement

আয়ুষ্মান একটি ভিডিয়োয় তাঁর লেখা কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, ‘‘আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তা হলে ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম, তবে এ ভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হত না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারীসত্তা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম, তা হলে বেঁচে থাকতাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement