Sports News

‘নিষ্ঠুর’ প্রতিশোধ, স্ট্রেট সেটে মারিন বধ করে চ্যাম্পিয়ন সিন্ধু

দুরন্ত জয় পিভি সিন্ধুর। ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে বিশ্বের এক নম্বরকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। খেলার ফল ২১-১৯, ২১-১৬।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৯:৩৪
Share:

পিভি সিন্ধু।

দুরন্ত জয় পিভি সিন্ধুর। ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে বিশ্বের এক নম্বরকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। খেলার ফল ২১-১৯, ২১-১৬।

Advertisement

পিভি সিন্ধু বনাম ক্যারোলিনা মারিন মানেই গোটা ব্যাডমিন্টন বিশ্বের নজর সেই দিকে। বিশ্ব ব্যা়ডমিন্টনের সব থেকে হাড্ডাহাড্ডি লড়াই মানেই এই দুই তারকা শাটলার। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাইকে হারিয়েই ফাইনালে পৌঁছেছিলেন তিন নম্বর বাছাই সিন্ধু। তার আগে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন নিজের দেশেরই সাইনা নেহওয়ালকে। এই দু’য়ের লড়াই মানেই অলিম্পিক্স ফাইনালে স্মৃতি। যদিও সেখানে হারতে হয়েছিল সিন্ধুকে। সোনার পদক ছিনিয়ে নিয়েছিলেন ক্যারোলিনা মারিন। এ বার তাঁর প্রতিশোধটা নিয়েই ফেললেন সিন্ধু।

আরও খবর: এই দিনেই শেষ বিশ্বকাপ জয় ভারতের, ফিরে দেখা গর্বের সেই মুহূর্ত

Advertisement

হতাশ ক্যারোলিনা মারিনয় -সংগৃহীত।

শুরুটা হয়ে গিয়েছিল টুর্নামেন্টের শুরু থেকেই। কোনও প্রতিপক্ষই তাঁর সামনে কঠিন দেওয়াল তৈরি করতে পারেননি। পর পর সব্বাইকে হারিয়েই সেরার তকমা ছিনিয়ে নেওয়া। অলিম্পিক্সে দেশকে সোনার স্বপ্ন দেখিয়েও সোনা আনতে পারেননি পিভি সিন্ধু। সেই স্বপ্ন সার্থক হল দেশের মাটিতেই। ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের মঞ্চে বিশ্বের এক নম্বর তারকা শাটলারকে হারিয়ে সেরা ভারতের পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে সাইনা নেহওয়ালকে হারিয়ে সেমিফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই দক্ষিণ কোরিয়ার সাং জি হুনকে হারিয়ে শেষ বাঁধা ছিলেন স্পেনের ক্যারোলিনা মারিন। এ বারও ছিল সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কিন্তু দিল্লির কোর্টে সেই ল়ড়াই এদিন ছিল না। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বির কাছে অসহায় আত্মসমর্পণই করে গেলেন ক্যারোলিনা মারিন। এই নিয়ে দ্বিতীয় সুপার সিরিজ জিতে নিলেন বিশ্বের পাঁচ নম্বর পিভি সিন্ধু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement