India vs Pakistan

এশিয়ান গেমস হকিতেও মুখোমুখি ভারত-পাকিস্তান, কঠিন লড়াই মহিলা দলেরও

এশিয়ান গেমস হকির গ্রুপ বিন্যাস হয়ে গেল মঙ্গলবার। প্রথম পর্বেই চির প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। কঠিন লড়াই মহিলা দলের সামনেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৯:২৪
Share:

এশিয়ান গেমসেও ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে হকিতে। ছবি: টুইটার।

এশিয়ান গেমস হকিতে তুলনামূলক কঠিন পুলে পড়ল ভারত। প্রাথমিক পর্বেই হরমনপ্রীত সিংহদের খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের পুলে রয়েছে জাপানের মতো শক্তিশালী দলও। পুলে কঠিন লড়াই অপেক্ষা করছে ভারতের মহিলা দলের জন্যও।

Advertisement

এশিয়ান গেমসে পুরুষদের হকিতে ভারত রয়েছে পুল ‘এ’-তে। গ্রুপ পর্বে ভারতকে খেলতে হবে পাকিস্তান, জাপান, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং উজ়বেকিস্তানের সঙ্গে। পুল ‘বি’-তে রয়েছে আয়োজক চিন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। ৩০ সেপ্টেম্বর ভারত মুখোমুখি হবে চির প্রতিপক্ষ পাকিস্তানের। পুরুষদের হকিতে এশিয়ার এক নম্বর দেশ এখন ভারত। টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ীরা বিশ্ব ক্রমপর্যায়ে রয়েছে চতুর্থ স্থানে। এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্ব ক্রমপর্যায়ে তারা নবম স্থানে। পাকিস্তান এশিয়ার দলগুলির মধ্যে চার নম্বরে এবং বিশ্ব ক্রমপর্যায়ে রয়েছে ১৬ নম্বরে।

হরমনপ্রীতেরা এশিয়ান গেমস অভিযান শুরু করবেন ২৪ সেপ্টেম্বর উজ়বেকিস্তানের বিরুদ্ধে। তার পর ২৬ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ২৮ সেপ্টেম্বর জাপানের মুখোমুখি হবে ভারতের পুরুষ দল। বাংলাদেশের সঙ্গে খেলা ২ অক্টোবর।

Advertisement

পুরুষ দলের মতো ভারতের মহিলা দলও রয়েছে এশিয়ান গেমসের পুল ‘এ’-তে। গ্রুপ পর্বে ভারতের প্রতিপক্ষ হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া। মহিলাদের পুল ‘বি’-তে রয়েছে জাপান, চিন, থাইল্যান্ড, কাজ়াখস্তান এবং ইন্দোনেশিয়া। ভারতের মহিলা দলের প্রথম ম্যাচ ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে।

এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনাল ৬ অক্টোবর। মহিলাদের ফাইনাল হবে পরের দিন ৭ অক্টোবর। এশিয়ান গেমসে সোনা জিততে পারলে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement