সুনীলকে ছাড়াই খেলতে হবে ভারতকে। ফাইল ছবি
আইএসএলের পাট শেষ। আবার দেশের জার্সিতে দেখা যাবে প্রীতম কোটাল, প্রবীর দাসদের। ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে সোমবারই দুবাইয়ে প্রস্তুতি শিবিরের উদ্দেশে উড়ে যাবে ২৭ জনের ভারতীয় দল। তবে কোভিড ধরা পড়ার কারণে দলের সঙ্গে যেতে পারছেন না অধিনায়ক সুনীল ছেত্রী।
ওমানের বিরুদ্ধে ২৫ মার্চ খেলা। চারদিন পরে আমিরশাহির বিরুদ্ধে খেলবে ভারত। দুটি ম্যাচই হবে দুবাইয়ে। শেষ ২০১৯-এর নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ভারত। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ ছিল সেটি।
ভারতের হয়ে সব থেকে বেশি সাফল্য যাঁর, সেই সুনীলই করোনায় আক্রান্ত হয়ে এই ম্যাচ খেলতে পারছেন না। কোচ ইগর স্তিমাচ বলেছেন, “এতদিন পর আমরা একসাথে হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছি এটা ভেবেই ভাল লাগছে। দলে অনেক নতুন মুখ রয়েছে। প্রত্যেককেই কঠোর পরিশ্রম করতে হবে। দেখতে হবে প্রত্যেকের শারীরিক অবস্থা কোন জায়গায় রয়েছে।”