লক্ষ্য: ম্যাকাওকে হারাতে মরিয়া সুনীলরা। ছবি: এআইএফএফ
এশিয়ান কাপ যোগ্যতা পর্বে ম্যাকাও ম্যাচের আগে একাধিক সমস্যায় জর্জরিত ভারতীয় দল! বৃষ্টির পর এ বার খাবার নিয়েও অস্বস্তিতে সুনীল ছেত্রীরা।
ম্যাকাও পৌঁছনোর পর থেকেই বৃষ্টিতে নাজেহাল ভারতীয় দল। ঠিক মতো অনুশীলনও করাতে পারেননি কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। সোমবার বৃষ্টি থামলেও ফুটবলাররা আতঙ্কিত হয়ে পড়েছেন খাবার নিয়ে। লাঞ্চ এবং ডিনারে চিনা খাবার দেওয়া হচ্ছে ভারতীয় দলকে। অধিকাংশই চিনা খাবারে অভ্যস্ত নন। তার ওপর দেওয়া হচ্ছে প্রচণ্ড শক্ত চাইনিজ রাইস। বদহজমের আতঙ্কে ফুটবলাররা কেউ তা খেতে চাইছেন না।
জাতীয় কোচের খাবার নিয়ে কোনও সমস্যা নেই। তাঁর দুশ্চিন্তার কারণ আবার অন্য। যে কারণে ফিফা র্যাঙ্কিংয়ে ম্যাকাও (১৮৩)-এর চেয়ে ভারত (৯৭) এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই স্টিভন। তাঁর উদ্বেগের প্রথম কারণ অবশ্যই আবহাওয়া। বৃষ্টির দাপট একটু কমলেও ম্যাকাও-এর প্রবল গরম এবং আর্দ্রতায় ফুটবলাররা দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন। দুই) ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলার বাড়তি সুবিধে পাচ্ছে ম্যাকাও। তিন) গ্রুপ লিগে দু’টো ম্যাচই হেরেছে ম্যাকাও। মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখার জন্য ভারতকে হারানোর জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে।
আরও পড়ুন: গোপীচাঁদের কোচিংয়ে ফিরছেন সাইনা
সোমবার ম্যাকাও-এর স্থানীয় সময় সন্ধে সাতটা থেকে এক ঘণ্টা অলিম্পিক স্টেডিয়ামে অনুশীলন করান স্টিভন। প্র্যাকটিসের পরে জাতীয় কোচ বলেছেন, ‘‘ম্যাকাওয়ের দুর্ভাগ্য যে, আগের ম্যাচে ওরা কিরঘিজস্তানের বিরুদ্ধে হেরেছে। ম্যাকাওকে দুর্বল ভাবার কোনও কারণ নেই।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘এই মুহূর্তে আমরা লিগ টেবলের শীর্ষে ঠিকই। কিন্তু এই জায়গাটা ধরে রাখতে হলে আমাদের আরও পরিশ্রম করতে হবে।’’
অধিনায়ক সুনীল ছেত্রী অবশ্য আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে রাজি নন। তিনি বলেছেন, ‘‘বৃষ্টিতে খেলতে আমরা অভ্যস্ত। পেশাদার ফুটবলার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সমস্ত রকম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। সেই চেষ্টাই করছি।’’
এশিয়া কাপ যোগ্যতা পর্ব: ভারত বনাম ম্যাকাও (বিকেল ৫.০০, সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, এইচডি ওয়ান চ্যানেলে)।