অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।—ফাইল চিত্র।
সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তানের সামনে ২৭৩ রানের টার্গেট রাখে ভারত। জবাবে ৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
ভারতের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শুভমন গিল এবং ঈশান পোড়েল।
তবে ঈশান-শুভমনদের দাপটে জিতলেও এই ভারতীয় দলের লাগাতার সাফল্যের পিছনে অনস্বীকার্য অবদান রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়ের। আর পাকিস্তানকে হারানোর দিনই টুইটারে সেই দ্রাবিড়ের প্রশংসাতেই মাতলেন ভারতীয় সমর্থকরা।
আরও পড়ুন: পৃথ্বীদের জন্য আর্থিক পুরস্কার বিসিসিআই-এর
আরও পড়ুন: পাকিস্তানকে ২০৩ রানে দুরমুশ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত
তরুণ তুর্কিদের সাফল্যের কারণ যে দ্রাবিড়ই সেটাই বোঝাতে চেয়েছন সমর্থকরা। এক ভারতীয় সমর্থক লেখেন, “ব্যাটিং, ফিল্ডিং বা অন্যকিছু — এমন একটাও জায়গা নেই যেখানে বলা যায় যে দলটাকে উন্নতি করতে হবে। রাহুল দ্রাবিড় স্যার আপনাকে কুর্নিশ জানাই।”
আর এক জন লেখেন, “এক পেশে একটা ম্যাচ দেখলাম। নির্ভরযোগ্য লোকের হাতেই রয়েছে ভারতীয় দলের ভবিষ্যত।”
অনূর্ধ্ব ভারতীয় দলের সাফল্যের মূল কারণ হিসেব দ্রাবিড়কে চিহ্নিত করে এক জন টুইট করেন, “অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সাফল্যের পিছনে থাকা মানুষটিকে ভুলে যাবেন না। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ এখনও ভারতীয় ক্রিকেটকে রক্ষা করে চলেছে।”
আর এক সমর্থক লেখেন, “এই সাফল্যের পিছনে সব অবদানই রাহুল দ্রাবিড় স্যারের। রাহুল স্যার জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য।”