Cricket

তিন ফরম্যাটে হ্যাটট্রিক, ভারত গড়ল নতুন নজির

রোহিত শর্মার আস্থা ছিল দীপক চাহারের উপরে। সেটাই চাহারের কাছ থেকে সেরাটা বের করে আনার পক্ষে যথেষ্ট ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ২০:৫৬
Share:

নাগপুরের ম্যাচ তারকা বানিয়ে দিল চাহারকে। ছবি— এপি।

ভারতীয় ক্রিকেটের মুকুটে যোগ হল নতুন পালক। ভারতীয় বোলাররা গড়লেন নতুন নজির।

Advertisement

কী তা? নাগপুরে দীপক চাহার পর পর তিন বলে তিন জন বাংলাদেশি ব্যাটসম্যানকে ফিরিয়ে দেওয়ায় টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে হ্যাটট্রিক করার বিরল রেকর্ড গড়লেন ভারতের বোলাররা। এর আগে কোনও দেশের বোলাররাই এমন দৃষ্টান্ত তৈরি করতে পারেননি।

বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ শামি। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন যশপ্রীত বুমরা। আর নাগপুরে চাহারের ম্যাজিক।

Advertisement

আরও পড়ুন: ছেলের জন্য চাকরি ছেড়েছেন, ডিগ্রি না থেকেও কোচিং করিয়েছেন দীপকের বাবা

অন্য কোনও দেশের বোলার এমন কীর্তি গড়তে পারেননি ক্রিকেট মাঠে। চাহারের অবিশ্বাস্য স্পেল নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র। তাঁকে যখনই আক্রমণে আনেন রোহিত, তখনই ফুল ফোটান। সংবাদ সংস্থার কাছে নাগপুরের ম্যাচের নায়ক বলেছেন, ‘‘রোহিত আমাকে বলেছিল, ম্যাচে তোমাকে বুমরার মতো ব্যবহার করব। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তোমাকে বল করতে ডাকব।’’

সেই মতোই চাহারকে বল করতে ডেকেছিলেন ‘হিটম্যান’। অধিনায়ক তাঁর উপরে আস্থা রাখায় খুশি চাহার। তিনি বলেন, ‘‘চাপের মুখে আমাকে দায়িত্ব দেওয়া হলে ভালই লাগে। অধিনায়কের যে আমার উপরে আস্থা রয়েছে, সেই অনুভূতিই আমাকে মোটিভেট করেছিল।’’

আরও পড়ুন: গ্রেগ চ্যাপেলের প্রত্যাখ্যান বাড়িয়ে দিয়েছিল জেদ, দু’বছর পর দুর্দান্ত রঞ্জি অভিষেক চাহারের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement