দেশকে লজ্জায় ফেললেন ভারতের প্রতিযোগী। প্রতীকী ছবি
বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতায় লজ্জার মুখে পড়ল ভারত। নিয়মবিরুদ্ধ কাজ করায় প্রতিযোগিতা থেকে বার করে দেওয়া হল এক দাবাড়ুকে। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক দাবা সংস্থা (ফিডে)। এই মুহূর্তে ইটালিতে চলছে বিশ্ব জুনিয়র দাবা প্রতিযোগিতা। ভারতের তরফে আবেদন জানানো হলেও লাভ হয়নি।
প্রিয়ঙ্কা নুটাক্কি নামে ওই ভারতীয় দাবাড়ুকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। জ্যাকেটের পকেটে ইয়ারবাড রেখেছিলেন তিনি। ফিডে জানিয়েছে, কোনও ধরনের অসদুপায় অবলম্বন করেননি প্রিয়ঙ্কা। কিন্তু নিয়ম অনুযায়ী, যে হলে খেলা চলছে সেখানে ইয়ারবাড নিয়ে ঢোকা নিষিদ্ধ। এ ধরনের অপরাধে শুধু ম্যাচ হারাতেই হয় না, প্রতিযোগিতা থেকেও বাদ দেওয়া হয় সেই প্রতিযোগীকে।
সেই অনুযায়ী, ষষ্ঠ রাউন্ডে প্রিয়ঙ্কা যে পয়েন্ট পেয়েছিলেন, তা দিয়ে দেওয়া হয়েছে বিপক্ষ গোভহার বেইদুল্লায়েভাকে। ছ’টি রাউন্ডের পর তাঁর সংগ্রহে ছিল চার পয়েন্ট। সেটিও তিনি পাবেন না।