NBA League

NBA: আমেরিকার বাস্কেটবলে ইতিহাস গড়লেন ভারতের প্রিন্সিপাল সিংহ

মঙ্গলবার চ্যাম্পিয়নশিপ ম্যাচে বস্টন সেলটিকসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন প্রিন্সিপালরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২১ ২৩:২৩
Share:

প্রিন্সিপাল সিংহ টুইটার

আমেরিকার বাস্কেটবলে ইতিহাস তৈরি করলেন ভারতের প্রিন্সিপাল সিংহ। প্রথম ভারতীয় হিসেবে সে দেশের বাস্কেটবল লিগ এনবিএ-তে চ্যাম্পিয়ন হলেন। তাঁর দল সাকরামেন্টো কিংস এনবিএ চ্যাম্পিয়ন হয়েছে।

Advertisement


এর আগে প্রথম ভারতীয় হিসেবে এনবিএ-তে খেলে ইতিহাস গড়েছিলেন সতনাম সিংহ। আর এবার ভারতীয় বংশোদ্ভূত হিসেবে সামার লিগ জিতে রেকর্ড গড়লেন প্রিন্সিপাল।

Advertisement

মঙ্গলবার চ্যাম্পিয়নশিপ ম্যাচে বস্টন সেলটিকসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন প্রিন্সিপালরা। ম্যাচে ১০০-৬৭ ফলে জেতে সাকরামেন্টো। ভারতের ন্যাশলান বাস্কেটবল অ্যাকাডেমিতে আগে খেলতেন প্রিন্সিপাল। মঙ্গলবার চার মিনিট মাঠে থাকলেও দলের জন্য দুটি পয়েন্ট জিতে নেন তিনি। এর আগে ওয়াশিংটন উইজার্ডের বিরুদ্ধে দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন প্রিন্সিপাল।

২০১৪ সালের পর ফের এনবিএ চ্যাম্পিয়ন হল সাকরামেন্টো। সেখানে ইতিহাস গড়লেন এক ভারতীয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement