Lakshya Sen

লক্ষ্য ছোঁয়া হল না লক্ষ্যের, জাপান ওপেনের শেষ চারে এশীয় চ্যাম্পিয়নের কাছে লড়ে হার

জাপান ওপেন জেতার সুযোগ ছিল লক্ষ্য সেনের। কিন্তু পারলেন না তিনি। সেমিফাইনালে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে হারলেন ভারতের ব্যাডমিন্টন তারকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ২২:৫০
Share:

জাপান ওপেনের সেমিফাইনালে হারের পথে লক্ষ্য সেন। ছবি: পিটিআই

কানাডা ওপেন জেতার পরে জাপান ওপেন জেতার লক্ষ্যেই নেমেছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। কিন্তু শেষ রক্ষা হল না। সেমিফাইনালে এশীয় চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির কাছে তিন গেমের লড়াইয়ে হারলেন তিনি। ব্যাডমিন্টনের সুপার ৭৫০ প্রতিযোগিতায় ২১-১৫, ১৩-২১, ২১-১৬ গেমে লক্ষ্যকে হারালেন বিশ্বের নবম স্থানে থাকা ক্রিস্টি।

Advertisement

এই ম্যাচের আগে দু’বার মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য ও ক্রিস্টি। দু’জনেই এক বার করে জিতেছিলেন। তৃতীয় ম্যাচে ৬৮ মিনিটের লড়াইয়ে বাজিমাত করলেন ক্রিস্টি। প্রথম গেমে নিজের ভুলে পিছিয়ে পড়েছিলেন ক্রিস্টি। একটা সময় ৭-৪ এগিয়ে ছিলেন লক্ষ্য। কিন্তু তার পরেই নেটের কাছে এসে খেলা শুরু করলেন ক্রিস্টি। ভুল করতে শুরু করলেন লক্ষ্য। তিন পয়েন্টে পিছিয়ে থাকা ক্রিস্টি তিন পয়েন্ট (১৫-১২) এগিয়ে গেলেন। তার পরে ক্রমেই ব্যবধান বাড়াতে থাকলেন ক্রিস্টি। শেষ পর্যন্ত ২১-১৫ প্রথম গেম জিতে গেলেন তিনি।

দ্বিতীয় গেমে খেলায় ফেরেন লক্ষ্য। দ্রুত র‌্যালি খেলতে শুরু করেন তিনি। নিজের শক্তি অনুযায়ী খেলায় এগিয়ে যান লক্ষ্য। দ্বিতীয় গেমে তাঁর সামনে দাঁড়াতে পারেননি ক্রিস্টি। ২১-১৩ গেমে জিতে যান লক্ষ্য।

Advertisement

তৃতীয় গেমে গড়াল ম্যাচ। দেখে মনে হচ্ছিল প্রথম গেম হারলেও ম্যাচ জিতবেন লক্ষ্য। কিন্তু নির্ণায়ক গেমে ভুল করতে শুরু করলেন তিনি। সেই ভুল কাজে লাগিয়ে এগিয়ে গেলেন ক্রিস্টি। এক বার ছন্দ পেয়ে যাওয়ার পরে ক্রমেই আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল তাঁকে। শেষ দিকে পর পর পয়েন্ট পেতে থাকলেন তিনি। পিছিয়ে পড়লেও অবশ্য হার মানেননি লক্ষ্য। লড়াই করেন। কিন্তু জিততে পারেননি। শেষ পর্যন্ত ২১-১৬ গেমে জিতে গেলেন ক্রিস্টি। ছিটকে যেতে হল লক্ষ্যকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement