এক পয়েন্টে জেতে ভারত। ‘‘এশিয়ান গেমস আসছে। তাই আমরা চেয়েছিলাম বিশ্বকাপে ভাল ফল করতে,’’ সোনা জিতে বলেন উচ্ছ্বসিত সাইনি।
ত্রিমূর্তি: কম্পাউন্ড বিভাগে সোনাজয়ী ভারতীয় দল। টুইটার
তিরন্দাজি বিশ্বকাপে (প্রথম পর্ব) পুরুষদের দলগত কম্পাউন্ড বিভাগে ফ্রান্সকে এক পয়েন্টে হারিয়ে সোনা পেল ভারত। অভিষেক বর্মা, রজত চৌহান এবং আমন সাইনিকে নিয়ে গড়া দল ২০১৭ সালের পরে প্রথম বার ভারতকে কম্পাউন্ড তিরন্দাজিতে দলগত ভাবে সোনা এনে দিল বিশ্বকাপে। ভারতীয় দল জেতে ২৩২-২৩১ পয়েন্টে।
তবে ভারত দ্বিতীয় পদকের সুযোগ হারায় মিক্সড বিভাগে অভিষেক এবং মুসকান কিরার ১৫৬-১৫৭ ফলে ক্রোয়েশিয়ার কাছে ব্রোঞ্জ পদকের ম্যাচে হারায়। এ দিন কম্পাউন্ড বিভাগে পুরুষদের দলগত ফাইনালে ভারতীয় দল প্রথমে ৫৬-৫৭ পয়েন্টে পিছিয়ে গিয়েছিল। এর পরে ফের ফরাসি দল ব্যবধান বাড়িয়ে ফেলে ১১৩-১১৬ পয়েন্টে। তিন পয়েন্টে পিছিয়ে যাওয়ার পরেও মাথা ঠান্ডা রেখে তৃতীয় সেটে ভারতীয় দল ৬০-৫৮ জিতে নেয়। ব্যবধান কমে হয় এক পয়েন্ট। এর পরে আর ফ্রান্স রুখতে পারেনি ভারতীয় দলকে। চতুর্থ সেটে ভারতীয় দল ৫৯ স্কোর করে। চাপে পড়ে ফ্রান্স স্কোর করে ৫৭। এক পয়েন্টে জেতে ভারত। ‘‘এশিয়ান গেমস আসছে। তাই আমরা চেয়েছিলাম বিশ্বকাপে ভাল ফল করতে,’’ সোনা জিতে বলেন উচ্ছ্বসিত সাইনি।